ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উর্বশীর বিয়ের ইঙ্গিত, পাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী আড়াই বছরে বিয়ে করবেন না বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। শনির দশা চলছে উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, “এখন আমার ‘কাটনি’ যোগ চলছে। ‘কাটনি যোগ’ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি।”

এরমধ্যেই গুঞ্জন দিল মাথাচাড়া। সম্প্রতি আদার জৈনের বিয়ে শেষ হতেই নেটমাধ্যমে চর্চা চলছে উর্বশীর বিয়ে নিয়ে। তাও আবার বলিউডের স্টারকিডদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির সঙ্গে।

ঘটনার সূত্রপাত ওরির সাজপোশাক থেকে। আদার জৈনের বিয়েতে লাল কুর্তা, সাদা প্যান্ট, মানানসই জহর কোটে দারুণ লাগছিল। অনুরাগীদের অনেকেই প্রশংসা করেছেন তার। উর্বশীও ছিলেন সেই দলে। ওরির ছবিতে নায়িকা লিখেছেন, “তোমার বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না!” ওরিও জবাব দিয়েছেন। আর সেখানেই বড়সড় ‘ট্যুইস্ট’। নেট প্রভাবশালী লিখেছেন, “আমাদের”।

ওরির এমন মন্তব্য-ই চর্চার রসদ জুগিয়েছে নেটাগরিকদের। তবে কি ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন উর্বশী? প্রশ্ন উঠেছে অনুরাগীদের মাথায়। এদিকে উর্বশীও টুশব্দ করেননি। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উর্বশীর বিয়ের ইঙ্গিত, পাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার!

আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

আগামী আড়াই বছরে বিয়ে করবেন না বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। শনির দশা চলছে উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, “এখন আমার ‘কাটনি’ যোগ চলছে। ‘কাটনি যোগ’ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি।”

এরমধ্যেই গুঞ্জন দিল মাথাচাড়া। সম্প্রতি আদার জৈনের বিয়ে শেষ হতেই নেটমাধ্যমে চর্চা চলছে উর্বশীর বিয়ে নিয়ে। তাও আবার বলিউডের স্টারকিডদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির সঙ্গে।

ঘটনার সূত্রপাত ওরির সাজপোশাক থেকে। আদার জৈনের বিয়েতে লাল কুর্তা, সাদা প্যান্ট, মানানসই জহর কোটে দারুণ লাগছিল। অনুরাগীদের অনেকেই প্রশংসা করেছেন তার। উর্বশীও ছিলেন সেই দলে। ওরির ছবিতে নায়িকা লিখেছেন, “তোমার বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না!” ওরিও জবাব দিয়েছেন। আর সেখানেই বড়সড় ‘ট্যুইস্ট’। নেট প্রভাবশালী লিখেছেন, “আমাদের”।

ওরির এমন মন্তব্য-ই চর্চার রসদ জুগিয়েছে নেটাগরিকদের। তবে কি ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন উর্বশী? প্রশ্ন উঠেছে অনুরাগীদের মাথায়। এদিকে উর্বশীও টুশব্দ করেননি। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে।