ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমানের আহবান গয়েশ্বর চন্দ্র রায়ের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি স্থায়ী কমিটির চেয়ারম্যান গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন  নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি।  দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব‍্যস্ত বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় জনদাবির কথা তুলে ধরেন তিনি।গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মত চলছে। বাজার ব‍্যবস্থায় সিন্ডিকেট এখনো অব‍্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব‍্যবস্থা নিতে পারে নাই।’

বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কী চায়, তারা নিজেও বুঝে না। গয়েশ্বর বলেন, ‘জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই।’

জন সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও বক্তব্য দেন। সমাবেশে জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমানের আহবান গয়েশ্বর চন্দ্র রায়ের

আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপি স্থায়ী কমিটির চেয়ারম্যান গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন  নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি।  দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব‍্যস্ত বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় জনদাবির কথা তুলে ধরেন তিনি।গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মত চলছে। বাজার ব‍্যবস্থায় সিন্ডিকেট এখনো অব‍্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব‍্যবস্থা নিতে পারে নাই।’

বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কী চায়, তারা নিজেও বুঝে না। গয়েশ্বর বলেন, ‘জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই।’

জন সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও বক্তব্য দেন। সমাবেশে জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।