পুলিশের ধাওয়ায় শাহবাগ ছাড়লেন শিক্ষকরা, যানবাহন চলাচল স্বাভাবিক

- আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৩ বার পড়া হয়েছে
সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে ফের জমায়েত হয়েছিলেন। তবে ধাওয়া দিয়ে এবার তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে সোমবার বিকালে পাঁচটার পর থেকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এর আগে এদিন দুপুরে লাঠিচার্জ ও জলকামানের পানি ছিটিয়ে তাদের সরিয়ে দিয়েছিল পুলিশ।
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা গত কয়েক দিন থেকে আন্দোলন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এসময় এই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। এক পর্যায়ে দুপুরে লাঠিচার্জ ও জল কামানের পানি ছিটিয়ে সরিয়ে দেয় পুলিশ।
সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং আন্দোলনে আসা ব্যক্তিদের অভিযোগ, বিগত সরকার তাদের সঙ্গে অন্যায় করেছে। সম্প্রতি হাইকোর্ট নিয়োগ বাতিল করার কারণে তারা মাঠে নেমেছেন।
এদিকে সোমবার দুপুরের পর থেকে বিচ্ছিন্নভাবে শাহবাগ এলাকায় অবস্থান নেন সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বিকেল সোয়া চারটা থেকে শাহবাগের পশ্চিম সড়কে তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। এ সময় শতাধিক নারী শিক্ষক সড়কে বসে পড়েন এবং বিক্ষোভ করতে থাকেন। সড়ক বন্ধ হওয়ার কারণে সাড়ে চারটার দিকে রমনা থানা পুলিশের সদস্যরা ধাওয়া দিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। এরপরও কিছু নারী সেখানে অবস্থান করলে নারী পুলিশরা তাদের কয়েকজনকে টেনে থানার দিকে নিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন নারী ও পুরুষকে আটক করা হয়। তবে নাদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে শাহবাগ থানার ভেতরে অবস্থান করছেন।
বিকাল পৌনে পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময় শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে শাহবাগ থানার ওসিসহ সংশ্লিষ্টরা উপস্থিত আছেন। জানা গেছে, সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও নিয়োগ পাননি এবং বঞ্চিত হয়ে যারা আন্দোলনে এসেছেন তাদের বেশিরভাগই চট্টগ্রাম বিভাগের।