দ্য হিন্দু জানায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ভোটারদের বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মারলেনা জনগণের রায় মেনে নিয়ে একে ‘বিপর্যয়’ অ্যাখ্যা দিয়েছেন। সেইসঙ্গে বিজেপির বিরুদ্ধে দলের লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন।
দ্য হিন্দুস্থান টাইমস জানিয়েছে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা জনগণের এই রায় গ্রহণ করছি। বিজেপিকে এই জয়ের জন্য অভিনন্দন জানাই এবং আমি আশা করি তারা সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে যার জন্য মানুষ তাদের ভোট দিয়েছে।’
কেজরিওয়াল আরও বলেন, আম আদমি বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং দিল্লির জনগণের সেবা করে যাবে।
তিনি বলেন, ‘গত ১০ বছরে আমরা স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত ক্ষেত্রে অনেক কাজ করেছি। আমরা কেবল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব না, বরং জনগণের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাব।’
দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। ৬০ দশমিক ৩৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোটার ছিল মুস্তাফাবাদে (৬৯ শতাংশ) এবং সর্বনিম্ন ভোটার ছিল ক্যারোলবাগে (৪৭.৪০ শতাংশ)। বুধবার প্রকাশিত বেশিরভাগ বুথফেরত পোলে দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমির তুলনায় বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়।