ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন ১০ হাজার দৌড়বিদ

ক্রীড়া প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে
ঢাকার ৩০০ ফুট এলাকায়, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। “একতা ও মানবতার জন্য দৌড়” এই প্রতিপাদ্য নিয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন দশ হাজার দৌড়বিদ।
শনিবার সকালে সেনাবাহিনীর প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান ম্যারাথনের উদ্বোধন করেন। প্রায় ১০ হাজার দৌড়বিদের অংশগ্রহণে এটি ছিল বাংলাদেশে আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন। ১০টি ভিন্ন দেশের বেশ কয়েকজন অংশগ্রহণকারীও এতে অংশ নেন, যা এই অনুষ্ঠানের আন্তর্জাতিক আবেদন আরও বাড়িয়ে তোলে।