খুলনাকে হারিয়ে রংপুরের সমান বরিশাল

- আপডেট সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ১৩৮ বার পড়া হয়েছে
প্লে অফে খেলার জন্য খুলনা টাইগার্সের সামনে ছিলো নানা সমীকরণ।কিন্তু সেই হিসাবটাও আরো জটিল করে দিয়েছে ফরচুন বরিশালের ৫ উইকেটের জয়। আজ দিনের প্রথম ম্যাচে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে খুলনার এই পরাজয় তাদের বিপদে ফেলে দিয়েছে।
এদিকে জয় পেয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানের আরও কাছে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। সমান ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখনও রংপুর। বরিশাল রান রেটে পিছিয়ে দুইয়ে। স্কোরবোর্ডে ১৮৭ রান তুলেও ম্যাচ হার নিশ্চিতভাবেই পোড়াবে খুলনা টাইগার্সকে।
সোমবার (২৭ জানুয়ারি) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে খুলনা। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৮৭/৫ (নাঈম ৫১, আফিফ ৩২, মিরাজ ২৯, মাহিদুল ২৭*, রস ২০, বোসিস্টো ২০*; ফাহিম ২/৪৯)।
ফরচুন বরিশাল: ১৯.১ ওভারে ১৮৮/৫ (ম্যালান ৬৩, তামিম ২৭, মুশফিক ২৪, মাহমুদউল্লাহ ২৪, ফাহিম ১৮*, নবী ১৫*; হায়দার ২/৩৫)।
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।