হামজার সঙ্গে দেখা করে আশাবাদি বাফুফে সভাপতি তাবিথ

- আপডেট সময় : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ১৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে চড়াতে প্রস্তুত হামজা চৌধুরী। সব প্রক্রিয়া অনুসরণ করে গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান বাংলাদেশি বংশোদ্ভুত লেস্টার সিটির এই তারকা। এখন লাল-সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
গুঞ্জন রয়েছে, সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম।
এসব গুঞ্জনের মাঝে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ঘুরতে থাকে। ছবিটিতে হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে দেখা যায়।
পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ছবিটি পোস্ট করা হয়। ছবির ক্যাপশন লেখা ছিল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গত রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। এসময় তারা লিসেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেসের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন।
এদিকে বাফুফের পেজে পোস্ট করা ছবিটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে বাফুফে বস লেখেন, ‘‘আমরা আশাবাদী, দেশ ও প্রবাসের প্রতিভার এই মেলবন্ধন বাংলাদেশ ফুটবলের গৌরবময় ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।’’