ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেজাজ হারালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ১৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়, যা ম্যাচ শেষে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল প্রায় জয় নিশ্চিত বলেই মনে করেছিল। তবে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এক অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে শেষ ওভারে ৩০ রান সংগ্রহ করেন। কাইল মায়ার্সের করা ওভারে সোহানের ব্যাট থেকে আসে ৩টি চার এবং ৩টি ছক্কা। এই জয়ের মধ্য দিয়ে চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে রংপুর।

ম্যাচ শেষে তামিম ইকবালকে রংপুরের ড্রেসিংরুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও তাকে থামানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর এসে তামিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেজাজ হারালেন তামিম

আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়, যা ম্যাচ শেষে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল প্রায় জয় নিশ্চিত বলেই মনে করেছিল। তবে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এক অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে শেষ ওভারে ৩০ রান সংগ্রহ করেন। কাইল মায়ার্সের করা ওভারে সোহানের ব্যাট থেকে আসে ৩টি চার এবং ৩টি ছক্কা। এই জয়ের মধ্য দিয়ে চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে রংপুর।

ম্যাচ শেষে তামিম ইকবালকে রংপুরের ড্রেসিংরুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও তাকে থামানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর এসে তামিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।