এস আলম রিফাইন্ড সুগারের জমি নিলামে দিচ্ছে জনতা ব্যাংক

- আপডেট সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ১৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের ইতিহাসে সবচে বড় দূর্নীতি অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। নামে- বেনামে টাকা তুলে বাংলাদেশের ব্যাংকগুলোকে তলানীতে নিয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। জনতা ব্যাংক থেকেও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তুলে নিয়েছে শতশত কোটি টাকা। জনতা ব্যাংক, চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেশন শাখা থেকে এস আলম রিফাইন্ড সুহার ইন্ডাস্ট্রিজের নামে তুলে নেয়া হয় সতেরশত কোটি টাকা। অর্থ পরিশোধে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এস আলম রিফাইন্ড সুগারের জমি নিলামে তুলেছে। বকেয়া আদায়ে দুই হাজার ৯৭১ শতাংশ জমি নিলাম করছে ব্যাংকটি।
আজ সোমবার এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানায় জনতা ব্যাংক। একটি সূত্র জানিয়েছে, জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকা ঋণের বেশিরভাগই খেলাপি। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক।
ব্যাংকিং আইন অনুসারে, প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই টাকা আদায় করা হবে।
এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে।
প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের পাওনা এক হাজার ৮৫০ কোটি টাকা আদায়ের জন্য গত ২০ নভেম্বর এক হাজার ৮৬০ শতক জমি নিলামে তোলে ব্যাংকটি।
জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখাতেই নিলাম ডাকা হয়।