বিএসএফ’র গুলিতে কসবায় দুই বাংলাদেশি আহত

- আপডেট সময় : ০৮:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত দুই দেশের পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
গুলিতে আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) এবং কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুকন ও জাকির আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে, যা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও তাদের স্বজনরা জানিয়েছেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ পিলার এলাকায় দুই দেশের বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ.এম.জাবের বিন জব্বারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।