ছোট ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

- আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৫৪৯ বার পড়া হয়েছে
ঢাকা কলেজ আর সিটি কলেজ। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থিত এই দুটি কলেজ যেন জন্ম থেকেই শত্রুতা লেগেই আছে। এক কলেজের ছাত্রের সঙ্গে আরেক কলেজের ছাত্রের মধ্যে ঘটে যাওয়া বাদানুবাদ রুপ নেয় বিশাল সংঘর্ষে। সেই আশির দশক থেকেই এমন চিত্র দৃশ্যায়ন। আজও সেই একই ঘটনার চিত্রায়িত হলো আরেকবার, ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। বেলা তিনটা থেকে শুরু হয়ে টানা প্রায় তিনঘন্টার মতো চলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই বিপর্যকর সংঘর্ষ। যা থামাতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খায়।
সংঘর্ষ চলাকালীণ শিক্ষার্থীরা বাসে হামলা ও ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড পর্যন্ত নিক্ষেপ করছে।
সরেজমিন দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইট-পাটকেল ছুড়ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন।
এদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।
সংঘর্ষের কারণ খুঁজতে গিয়ে একটি সূত্রে জানা যায়, সিটি কলেজের একজন ছাত্র কলেজে যাওয়ার জন্য ঢাকা কলেজের বাসে উঠলে প্রথমে বাদানুবাদ হয়। পরবর্তীতে সিটি কলেজের শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাসটিতে হামলা চালায়। যা কিনা পরবর্তীতে বিশাল আকার ধারণ করেন।