কাল লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

- আপডেট সময় : ১০:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৯৬ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাল শুক্রবার (৮ নভেম্বর) লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা কয়েকদিন পেছাতে পারে। জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশ নিতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে তার পরিবার।
ইতোমধ্যে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ অন্য সফরসঙ্গীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। যদিও ইতোমধ্যে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন।
এর আগে বিএনপির একটি সূত্র জানিয়েছিলো, মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, নার্স ও তিনজন সহকারীসহ ১৬ জন খালেদা জিয়ার সঙ্গে যাবেন। এর আগে জানানো হয়েছিলো এত দীর্ঘ সময়ের জার্নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাকে কিছুতেই বিদেশে নেওয়া সম্ভব নয়। ফলে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ অনিবার্য। আর সেটি অত্যন্ত দুর্লভ। সারাবিশ্বে হাতেগোনা কয়েকটি দেশেই রয়েছে এ ধরনের স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন করতে হবে। যুক্তরাষ্ট্র ও জার্মানিতে এ ধরনের অ্যাডভান্স হেলথ সেন্টার রয়েছে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।