ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা জাতিকে উৎস্বর্গ করলেন ট্রফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ১৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম প্রতিবেদক :
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছাগ্রহনের পর সাফজয়ী নারী ফুটবলাররা ফিরলেন দেশের ফুটবলের তীর্থস্থান বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফেতে)। সেখানে আনন্দ উৎসবে মেতে উঠেন সবাই। চারিদিক থেকে ছিলো ভক্তদের সেলফি তোলার হিড়িক। বিমান বন্দরে নেমেই সাবিনা ঘোষনা দিয়েছিলেন, এই বিজয় দেশের, এই ট্রফিটাও তাই দেশের। আমরা ট্রফি বিজয়টা জাতিকে উৎস্বর্গ করলাম।
মজার ব্যাপার হচ্ছে এই সাবিনারা প্রতিদিনই মতিঝিল ক্লাব পাড়ায় অনুশীলনে থাকতেন মগ্ন। তখন ততোটা চোখে পড়তো কারো। ট্রফি বিজয়ের সাথে সাথে সবাই বুজতে পেরেছেন, ঘাম ঝরানো পরিশ্রমের ফসলটা যে এই ট্রফি বিজয়। তাই তো তাদের দেখার আগ্রহ বেড়ে যায় ফুটবল ভক্তদের। অনেকেই সাবিনাদের কাছাকাছি না পেয়ে বহনকারী ছাদখোলা বাসটি স্পর্শ করে দুধের সাদ্ধ ঘোলে মিটিয়েছেন।

সাবিনা বলেন, সকলকে খুশি করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।
সাবিনাদের অবদানে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অথচ তাদেরই কিনা বেতন বকেয়া পড়ে আছে। ফুটবলারদের সে কষ্ট আজই ঘুচাবে বলে মনে করছেন সবাই। পাশপাশি বোনাসও ঘোষনার অপেক্ষা থাকছে।

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা। উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন।

বিকেল সাড়ে তিনটার পরপরই সাবিনাদের বহন করা ছাদখোলা বাসটি বাফুফের উদ্দেশে রওনা হয়। যেখানে হাজারো সমর্থকদের সঙ্গে চ্যাম্পিয়নরা উদযাপনে মাতে। এর আগে নারী ফুটবলারদের জন্য বিমানবন্দরে আছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন ভক্তরা। এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয়েছেন ফুটবলাররা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা জাতিকে উৎস্বর্গ করলেন ট্রফি

আপডেট সময় : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ডিডিএম প্রতিবেদক :
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছাগ্রহনের পর সাফজয়ী নারী ফুটবলাররা ফিরলেন দেশের ফুটবলের তীর্থস্থান বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফেতে)। সেখানে আনন্দ উৎসবে মেতে উঠেন সবাই। চারিদিক থেকে ছিলো ভক্তদের সেলফি তোলার হিড়িক। বিমান বন্দরে নেমেই সাবিনা ঘোষনা দিয়েছিলেন, এই বিজয় দেশের, এই ট্রফিটাও তাই দেশের। আমরা ট্রফি বিজয়টা জাতিকে উৎস্বর্গ করলাম।
মজার ব্যাপার হচ্ছে এই সাবিনারা প্রতিদিনই মতিঝিল ক্লাব পাড়ায় অনুশীলনে থাকতেন মগ্ন। তখন ততোটা চোখে পড়তো কারো। ট্রফি বিজয়ের সাথে সাথে সবাই বুজতে পেরেছেন, ঘাম ঝরানো পরিশ্রমের ফসলটা যে এই ট্রফি বিজয়। তাই তো তাদের দেখার আগ্রহ বেড়ে যায় ফুটবল ভক্তদের। অনেকেই সাবিনাদের কাছাকাছি না পেয়ে বহনকারী ছাদখোলা বাসটি স্পর্শ করে দুধের সাদ্ধ ঘোলে মিটিয়েছেন।

সাবিনা বলেন, সকলকে খুশি করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।
সাবিনাদের অবদানে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অথচ তাদেরই কিনা বেতন বকেয়া পড়ে আছে। ফুটবলারদের সে কষ্ট আজই ঘুচাবে বলে মনে করছেন সবাই। পাশপাশি বোনাসও ঘোষনার অপেক্ষা থাকছে।

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা। উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন।

বিকেল সাড়ে তিনটার পরপরই সাবিনাদের বহন করা ছাদখোলা বাসটি বাফুফের উদ্দেশে রওনা হয়। যেখানে হাজারো সমর্থকদের সঙ্গে চ্যাম্পিয়নরা উদযাপনে মাতে। এর আগে নারী ফুটবলারদের জন্য বিমানবন্দরে আছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন ভক্তরা। এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয়েছেন ফুটবলাররা।