সমাজকল্যাণ উপদেষ্টা বললেন, শিগগির ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন হচ্ছে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ২০৪ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শিগগির ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, মানবাধিকার পরিষদের কার্যালয় হলে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলো মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।
আজ মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছন। একটা খুব বড় সিদ্ধান্ত। সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, শিগগির এই কার্যালয় হবে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।