পদত্যাগ করলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস

- আপডেট সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৯৭ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি পরিচালকের পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে নিজের পদত্যাগপত্র জমা দেন এই সংগঠক। ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়েই তিনি বিসিবির কাউন্সিলর হিসেবে যোগ দিয়ে পরিচালক হয়েছিলেন।
গণমাধ্যমকে নিজেই তার পদত্যাগের খবর নিশ্চিত করেছেন, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমি আমার পদ ছেড়ে দিয়েছি।’
ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে পরিচালক হয়েছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। তিনিও পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। এই দুজনের জায়গায় ক্রীড়া পরিষদ নতুন দুজনকে কাউন্সিলর করে বিসিবি পরিচালক করতে চায়। ক্রীড়াঙ্গনে গুঞ্জন, সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম এই দুটি পরিচালক পদে আসতে পারেন।
১৯৯৭ সাল থেকে বিসিবির বিভিন্ন দায়িত্বে ছিলেন সাবেক ক্রিকেটার জালাল। মাঝে ২০০৫ থেকে ২০০৭ সালে ছিলেন না। এরপর থেকে টানা বিভিন্ন বোর্ডে ছিলেন তিনি।