শুটিংয়ে বাছাইপর্বে বাদ বাংলাদেশের রবিউল, দুষিত সিন নদীতে অনুশীলন বন্ধ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ২০৭ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
প্যারিস অলিম্পিকে শুটিংয়ের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে রবিউল ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৬২৪.২ স্কোর কিরে হন ৪৩তম। বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭।
অন্যদিকে প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে এসে প্রথম পদকের দেখা পেল ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ২২১.৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিকে পদক পেলেন তিনি।
এদিকে, সিন নদীর পানি দূষিত হওয়ায় ট্রাইথেলনের প্রথম অনুশীলন সেশন বাতিল করে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি। রোববার (২৮ জুলাই) আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করে। পানির গুণাগুন পরীক্ষা করে ট্রাইথেলনের সাঁতার অংশের অনুশীলন বাতিল করা হয় বলে ২০২৪ প্যারিস ও বিশ্ব ট্রাইথেলন এক বিবৃতিতে জানিয়েছে।