ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তার অজুহাত তুলে ভারত আইপিএল খেলা থেকে বাদ দিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রজমানকে। এমন কি আইপিএলে কলকাতা নাইট রা্ইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেয়া না হলে দেহদ্রোহী বলে ঘোষণা করা হবে বলে হুমকি দেয়া হয় সে দলটির মালিক শাহরুখ খানকে। তাই নিরাপত্তার অজুহাত তুলে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা না্ইট রাইডার্সকে চাপ দিয়েছে মোস্তাফিজকে বাদ দেয়ার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তার স্থলে অন্য আরেকজনকে দলে ভিড়িয়েছে।

সাম্প্রতিক বাংলাদেশ ও ভারতে মধ্যকার রাজনৈতিক সম্পর্কে প্রবল টোনাপোড়ন চলছে। ভারত নতজানু হাসিনা সরকারের সময় গত পনের বছর বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সব কিছুরর ওপর ভারতের দাদাগিরি বাংলাদেশের জনগনের কাছে পরিস্কার ও চক্ষুশূল হয়ে ওঠে। এমন কি ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেয়া নিয়ে দু’দেশের সম্পর্কে ব্যাপক ফাটল ধরেছে। এই দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে অনেকটা দা-কুমড়া সম্পর্কে রুপ নিয়েছে। দু’দেশের রাজনৈতিক এই খারাপ সম্পর্কটার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।

প্রতিহিংসা পরায়ণ হয়ে ভারতীয় সরকার তাদের ঘরোয়া ক্রিকেট লীগ আইপিএলের খেলা থেকে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের চাপ প্রয়োগ করে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডই শুধু ক্রিকেট বিশ্বকেও অবাক করে তুলেছে।

অথচ ক’দিন পরেই ভারতে বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। এক মোস্তাফিজের নিরাপত্তা যদি ভারত দিতে না পারে তাহলে বিশ্বকাপ ক্রিকেটে গোটা বাংলাদেশকে কি করে নিরাপত্তা দিবে? এমন প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তার ম্যাচগুলো ভারত থেকে অন্যত্রে সরিয়ে নেয়ার জন্য আবেদন জানায়। বিষয়টি বাংলাদেশ সরকারও ভালো চোখে নেয়নি। তারই অংশ হিসেবে  ভারতের আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/ সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার

আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

নিরাপত্তার অজুহাত তুলে ভারত আইপিএল খেলা থেকে বাদ দিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রজমানকে। এমন কি আইপিএলে কলকাতা নাইট রা্ইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেয়া না হলে দেহদ্রোহী বলে ঘোষণা করা হবে বলে হুমকি দেয়া হয় সে দলটির মালিক শাহরুখ খানকে। তাই নিরাপত্তার অজুহাত তুলে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা না্ইট রাইডার্সকে চাপ দিয়েছে মোস্তাফিজকে বাদ দেয়ার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তার স্থলে অন্য আরেকজনকে দলে ভিড়িয়েছে।

সাম্প্রতিক বাংলাদেশ ও ভারতে মধ্যকার রাজনৈতিক সম্পর্কে প্রবল টোনাপোড়ন চলছে। ভারত নতজানু হাসিনা সরকারের সময় গত পনের বছর বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সব কিছুরর ওপর ভারতের দাদাগিরি বাংলাদেশের জনগনের কাছে পরিস্কার ও চক্ষুশূল হয়ে ওঠে। এমন কি ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেয়া নিয়ে দু’দেশের সম্পর্কে ব্যাপক ফাটল ধরেছে। এই দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে অনেকটা দা-কুমড়া সম্পর্কে রুপ নিয়েছে। দু’দেশের রাজনৈতিক এই খারাপ সম্পর্কটার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।

প্রতিহিংসা পরায়ণ হয়ে ভারতীয় সরকার তাদের ঘরোয়া ক্রিকেট লীগ আইপিএলের খেলা থেকে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের চাপ প্রয়োগ করে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডই শুধু ক্রিকেট বিশ্বকেও অবাক করে তুলেছে।

অথচ ক’দিন পরেই ভারতে বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। এক মোস্তাফিজের নিরাপত্তা যদি ভারত দিতে না পারে তাহলে বিশ্বকাপ ক্রিকেটে গোটা বাংলাদেশকে কি করে নিরাপত্তা দিবে? এমন প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তার ম্যাচগুলো ভারত থেকে অন্যত্রে সরিয়ে নেয়ার জন্য আবেদন জানায়। বিষয়টি বাংলাদেশ সরকারও ভালো চোখে নেয়নি। তারই অংশ হিসেবে  ভারতের আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/ সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।