ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবশেষে ভাষার মাসেই একুশে বইমেলা শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারী। রাজনৈতিক দলগুলো ব্যস্ত ভোট য‍ুদ্ধে। এরপরেই শুরু হতে যাচ্ছে রোজা, ১৮ ফেব্রুয়ারীর। একই মাসে আবার ভাষা আন্দোলনের মাস। সাধা্রনত এই মাসেই অমর একুশ বইমেলা হয়ে থাকে। যদিও এবারের বই মেলা নিয়ে শুরুতেই কিছুটা শঙ্কা দেখা দিয়েছিলো।  প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ডিসেম্বরে আয়োজনের। অবশেষে বাংলা একাডেমি সিদ্ধান্ত পরিবর্তন করে ভাষার মাসেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী ২০ ফেব্রুয়ারীতে শুরু হবে অমর একুশে বইমেলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, বিকেল ৫টায় অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
অমর একুশে বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। পরে গত ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলা আয়োজন স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ এমন সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে ভাষার মাসেই একুশে বইমেলা শুরু হচ্ছে

আপডেট সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারী। রাজনৈতিক দলগুলো ব্যস্ত ভোট য‍ুদ্ধে। এরপরেই শুরু হতে যাচ্ছে রোজা, ১৮ ফেব্রুয়ারীর। একই মাসে আবার ভাষা আন্দোলনের মাস। সাধা্রনত এই মাসেই অমর একুশ বইমেলা হয়ে থাকে। যদিও এবারের বই মেলা নিয়ে শুরুতেই কিছুটা শঙ্কা দেখা দিয়েছিলো।  প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ডিসেম্বরে আয়োজনের। অবশেষে বাংলা একাডেমি সিদ্ধান্ত পরিবর্তন করে ভাষার মাসেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী ২০ ফেব্রুয়ারীতে শুরু হবে অমর একুশে বইমেলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, বিকেল ৫টায় অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
অমর একুশে বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। পরে গত ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলা আয়োজন স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ এমন সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।