ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ তৈরি হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির কোনও শঙ্কা ছিল না। তিনি বলেন, বিএনপি বরাবরই বলেছে সংকট উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার কতৃক ঘোষিত তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।

অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন,‘অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।’

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

আপডেট সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ তৈরি হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির কোনও শঙ্কা ছিল না। তিনি বলেন, বিএনপি বরাবরই বলেছে সংকট উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার কতৃক ঘোষিত তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।

অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন,‘অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।’

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।