জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
- আপডেট সময় : ০১:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হঠাৎ তার সংবাদ সম্মেলন ডাকা নিয়ে রাজধানী ঢাকায় বইছে নানা গুঞ্জন। তাহলে কি নির্বাচনী তফসিল ঘোষণার আগে পদত্যাগ ঘোষণা করতে যাচ্ছেন তিনি! এদিকে রাজনৈতিক অঙ্গনে আওয়াজ উঠেছে যেহেতু তিনি ঢাকা থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন সে কারণে নির্বাচনী তফসিল ঘোষণার আগে তার পদত্যাগ করাই স্বাভাবিক।
সমসাময়িক এ সব বিষয় নিয়েই তিনি মিডিয়ার সাথে কথা বলার জন্যই সংবাদ সম্মেলন ডেকেছেন বলে জানা যায়। তবে সব কিছু পরিস্কার হয়ে যাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যের পরেই।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
কি বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।



















