ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি’র পরিকল্পনায় জনগনকে সম্পৃক্ত করার জন্য নেতা-কর্মীদের তাগিদ দিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর কয়েকদিনের মধ্যেই ঘোষনা হতে যাচ্ছে। এরপরেই নির্বাচনী তোড়জোড়। সব ঠিক-ঠাক থাকলে সরকারের ঘোষনা অনুযায়ী রোজার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। দলগুলো ইতোমধ্যে প্রচারনা শুরু করে দিয়েছে। তবে প্রচারণার চেয়ে স্যোসাল মিডিয়ায় পরস্পর বিরোধী অপপ্রচারটাই বেশি লক্ষণীয়।

তবে দিন যতই ঘনিয়ে আসছে ততই সতর্কতা অবলম্বন হতে দেখা যাচ্ছে দলগুলোকে। নির্বাচনের আগে নিজেদের ভূমিকা নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছে। আজ সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে তেমনি পরিকল্পনা কথা শোনা গেছে। তিনি তার দলের সবাইকে সতর্ক করে বলেছেন, বিশেষ একজন ছাড়া সবাই ভালো এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে ‘আমি ভালো আর সব খারাপ’ এরকম একটি বিষয় আমরা দেখেছি। দুঃখজনক হলেও ২৪ সালের ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য দেওয়ার অধিকার তার আছে। কিন্তু বিশেষ একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবে কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

তিনি ব্যক্তির চেয়ে দলকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সংসদ নির্বাচনে প্রার্থী নয়,  এখানে মুখ্য হচ্ছে ধানের শীষ, এখানে মুখ্য হচ্ছে দেশ। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে দেশ গড়ার প্রত্যেকটা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং করবো ইনশাআল্লাহ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ গড়ার পরিকল্পনাগুলো আমরা শুধু পরিকল্পনার মধ্যে রাখবো না; এগুলোকে আমরা যেকোনো মূল্যে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজ আমাদের প্রতিজ্ঞা, আমাদের আজকের কর্মপন্থা হলো আমাদের এই পরিকল্পনাগুলোর সঙ্গেই আমরা দেশের জনগণকে সম্পৃক্ত করবো। এটাই হচ্ছে আমাদের পরবর্তী দুই মাসের কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই।
এসময় ছাত্রদলের নেতাকর্মীদের দেশ গড়ার পরিকল্পনাগুলো নিয়ে নিজ নিজ এলাকার মানুষকে সম্পৃক্ত করা, সমর্থন নেওয়া ও সমর্থন জোগাড় করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
খাল খনন, বায়ুদূষণ রোধ, পরিবেশের উন্নয়ন, বর্জ্য অপসারণ, সারাদেশে ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, ফ্যামিলি কার্ড, ফামার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিএনপির পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে নেতাকর্মীদের তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন তারেক রহমান।

‘নির্বাচিত সরকারের বিকল্প নেই’
তারেক রহমান বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই । কেন নেই? বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহি ছিল না। মানুষ বেঁচে আছে কী মরে যাচ্ছে তার কোনো জবাবদিহি ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহি নিশ্চিত করতে পারে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার।
২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এ দেশের জনগণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে দেশের মানুষ, গৃহবধূ, দেশের মুদি দোকানি, ক্ষুদ্র দোকানদার, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, বাসের হেলপার, ছাত্র,-জনতা, মাদরাসার ছাত্র, ইউনিভার্সিটি-কলেজ-প্রাইভেট ইউনিভার্সিটিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওই আন্দোলনের মাস্টারমাইন্ড ছোট ছোট শিশু, ওই আন্দোলনে ৬৩ জন শিশু শহীদ হয়েছে।

‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ তোমাদের ওপর, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্ভর করছে কোমাদের ওপর। তোমরা যদি এগিয়ে আসো, তোমরা যদি ঐক্যবদ্ধ হও তাহলে দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তা না হলে একটি ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে। আমরা যদি আজ ঐক্যবদ্ধ হই, আমরা যদি যে যার অবস্থান থেকে কাজ করি, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজ আমাদের আর বসে থাকার সময় নেই।
‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অন্য নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি’র পরিকল্পনায় জনগনকে সম্পৃক্ত করার জন্য নেতা-কর্মীদের তাগিদ দিয়েছেন তারেক রহমান

আপডেট সময় : ১১:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর কয়েকদিনের মধ্যেই ঘোষনা হতে যাচ্ছে। এরপরেই নির্বাচনী তোড়জোড়। সব ঠিক-ঠাক থাকলে সরকারের ঘোষনা অনুযায়ী রোজার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। দলগুলো ইতোমধ্যে প্রচারনা শুরু করে দিয়েছে। তবে প্রচারণার চেয়ে স্যোসাল মিডিয়ায় পরস্পর বিরোধী অপপ্রচারটাই বেশি লক্ষণীয়।

তবে দিন যতই ঘনিয়ে আসছে ততই সতর্কতা অবলম্বন হতে দেখা যাচ্ছে দলগুলোকে। নির্বাচনের আগে নিজেদের ভূমিকা নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছে। আজ সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে তেমনি পরিকল্পনা কথা শোনা গেছে। তিনি তার দলের সবাইকে সতর্ক করে বলেছেন, বিশেষ একজন ছাড়া সবাই ভালো এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে ‘আমি ভালো আর সব খারাপ’ এরকম একটি বিষয় আমরা দেখেছি। দুঃখজনক হলেও ২৪ সালের ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য দেওয়ার অধিকার তার আছে। কিন্তু বিশেষ একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবে কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

তিনি ব্যক্তির চেয়ে দলকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সংসদ নির্বাচনে প্রার্থী নয়,  এখানে মুখ্য হচ্ছে ধানের শীষ, এখানে মুখ্য হচ্ছে দেশ। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে দেশ গড়ার প্রত্যেকটা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং করবো ইনশাআল্লাহ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ গড়ার পরিকল্পনাগুলো আমরা শুধু পরিকল্পনার মধ্যে রাখবো না; এগুলোকে আমরা যেকোনো মূল্যে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজ আমাদের প্রতিজ্ঞা, আমাদের আজকের কর্মপন্থা হলো আমাদের এই পরিকল্পনাগুলোর সঙ্গেই আমরা দেশের জনগণকে সম্পৃক্ত করবো। এটাই হচ্ছে আমাদের পরবর্তী দুই মাসের কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই।
এসময় ছাত্রদলের নেতাকর্মীদের দেশ গড়ার পরিকল্পনাগুলো নিয়ে নিজ নিজ এলাকার মানুষকে সম্পৃক্ত করা, সমর্থন নেওয়া ও সমর্থন জোগাড় করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
খাল খনন, বায়ুদূষণ রোধ, পরিবেশের উন্নয়ন, বর্জ্য অপসারণ, সারাদেশে ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, ফ্যামিলি কার্ড, ফামার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিএনপির পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে নেতাকর্মীদের তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন তারেক রহমান।

‘নির্বাচিত সরকারের বিকল্প নেই’
তারেক রহমান বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই । কেন নেই? বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহি ছিল না। মানুষ বেঁচে আছে কী মরে যাচ্ছে তার কোনো জবাবদিহি ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহি নিশ্চিত করতে পারে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার।
২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এ দেশের জনগণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে দেশের মানুষ, গৃহবধূ, দেশের মুদি দোকানি, ক্ষুদ্র দোকানদার, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, বাসের হেলপার, ছাত্র,-জনতা, মাদরাসার ছাত্র, ইউনিভার্সিটি-কলেজ-প্রাইভেট ইউনিভার্সিটিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওই আন্দোলনের মাস্টারমাইন্ড ছোট ছোট শিশু, ওই আন্দোলনে ৬৩ জন শিশু শহীদ হয়েছে।

‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ তোমাদের ওপর, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্ভর করছে কোমাদের ওপর। তোমরা যদি এগিয়ে আসো, তোমরা যদি ঐক্যবদ্ধ হও তাহলে দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তা না হলে একটি ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে। আমরা যদি আজ ঐক্যবদ্ধ হই, আমরা যদি যে যার অবস্থান থেকে কাজ করি, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজ আমাদের আর বসে থাকার সময় নেই।
‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অন্য নেতারা বক্তব্য রাখেন।