ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খালেদা জিয়াকে বহন করতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েকদিন ধরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে দেশজুড়ে ঝড় বইছে। চলছে নানা আলোচনা ও সমালোচনা। প্রতিনিয়ত খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে গুঞ্জনও থেমে নেই। নেটিজেনদের সমালোচনার তীরে কখনো কখনো অন্তবর্তী সরকারও বিদ্ধ হচ্ছেন। আবারো কখনো খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও বিদ্ধ হচ্ছেন।

প্রকৃত অর্থে ভিতরের খবরটি হচ্ছে গত ২৩ নভেম্বর মুমুর্ষ অবস্থায় এভার কেয়ারে ভর্তি হওয়া খালেদা জিয়ার ঘুরে দাড়ানোটাই ছিলো অনিশ্চিত। নানাবিধ অসুখে বিদ্ধ খালেদা জিয়া ঔষুধ সেবনটাও গ্রহন করতে পারছিলেন না। প্রতিদিন কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। যার ফলে লন্ডনের লম্বা জার্নি দখল সইতে পারবেন কিনা খালেদা জিয়া এ নিয়ে তৈরি হয়ে যায় বড় শঙ্কা। কাতার এয়ার লাইন্সে কিডনি ডায়ালাইসিসি করার সুযোগ না থাকায় খালেদার লন্ড যাত্র স্থগিত করা হয়। বিকল্প হিসেবে লন্ডন থেকে এয়ার অ্যম্বুলেন্স আয়োজন করা হয়। কিন্তু এরপরেও খালেদা জিয়া পারবেন কি বিমান ভ্রমনের দখল সইতে! আজ তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাদের দেয়া তথ্য মতে, আজ খালেদা জিয়ার যে সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে তাতে রিপোর্ট নরমাল বলে জানিয়েছেন।

মেডিকেল বোর্ড জানায়, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। ধীরে ধীরে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারেও উন্নতি হচ্ছে। রোববার সিটি স্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে, সেগুলোর রেজাল্টও নরমাল এসেছে।

এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়। এরপর তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হওয়ার খবর সেদিনই জানিয়েছিল মেডিকেল বোর্ড।

এদিকে সর্বশেষ তথ্য মতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বহন করতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

আপডেট সময় : ১২:১৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

গত কয়েকদিন ধরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে দেশজুড়ে ঝড় বইছে। চলছে নানা আলোচনা ও সমালোচনা। প্রতিনিয়ত খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে গুঞ্জনও থেমে নেই। নেটিজেনদের সমালোচনার তীরে কখনো কখনো অন্তবর্তী সরকারও বিদ্ধ হচ্ছেন। আবারো কখনো খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও বিদ্ধ হচ্ছেন।

প্রকৃত অর্থে ভিতরের খবরটি হচ্ছে গত ২৩ নভেম্বর মুমুর্ষ অবস্থায় এভার কেয়ারে ভর্তি হওয়া খালেদা জিয়ার ঘুরে দাড়ানোটাই ছিলো অনিশ্চিত। নানাবিধ অসুখে বিদ্ধ খালেদা জিয়া ঔষুধ সেবনটাও গ্রহন করতে পারছিলেন না। প্রতিদিন কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। যার ফলে লন্ডনের লম্বা জার্নি দখল সইতে পারবেন কিনা খালেদা জিয়া এ নিয়ে তৈরি হয়ে যায় বড় শঙ্কা। কাতার এয়ার লাইন্সে কিডনি ডায়ালাইসিসি করার সুযোগ না থাকায় খালেদার লন্ড যাত্র স্থগিত করা হয়। বিকল্প হিসেবে লন্ডন থেকে এয়ার অ্যম্বুলেন্স আয়োজন করা হয়। কিন্তু এরপরেও খালেদা জিয়া পারবেন কি বিমান ভ্রমনের দখল সইতে! আজ তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাদের দেয়া তথ্য মতে, আজ খালেদা জিয়ার যে সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে তাতে রিপোর্ট নরমাল বলে জানিয়েছেন।

মেডিকেল বোর্ড জানায়, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। ধীরে ধীরে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারেও উন্নতি হচ্ছে। রোববার সিটি স্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে, সেগুলোর রেজাল্টও নরমাল এসেছে।

এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়। এরপর তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হওয়ার খবর সেদিনই জানিয়েছিল মেডিকেল বোর্ড।

এদিকে সর্বশেষ তথ্য মতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে।