ক্রমাগত উত্তাপ ছড়াচ্ছে আসন্ন বিপিএল, রাজশাহীতে খেলবেন তিন পাক ক্রিকেটার
- আপডেট সময় : ১১:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
বিজয়ের মাসেই চলতি বিপিএলের পর্দা ওঠছে। নানা গুঞ্জন আর সমালোচনা তীর বেধ করে আগামী ২৬ ডিসেম্বর ৬ ফ্রেঞ্চােইজি নিয়ে মাঠে গড়াছে চলতি আসর। যেখানে নতুন দল পেয়েছে নোয়াখালী জেলা।
তবে আজ রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে উত্তেজনা ছড়ালেন দলটির হেড কোচ হান্নান সরকার। দলের সমর্থকদের প্রত্যাশা ভাসালেন কয়েকজন পাকিস্তানী ক্রিকেটারকে দলের ভিড়ানোর সংবাদ জানিয়ে। যাদেরকে টুর্নামেন্টের শুরু থেকে শেষ অব্দি পাওয়া যাবে।
নিজের ফেসবুকে দেওয়া ভিডিওতে হান্নান বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্সে বেশ কিছু পাকিস্তানি খেলোয়াড় রয়েছে। জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের কারণে তারা এনওসি পাবে কি পাবে না… গুড নিউজ হচ্ছে তারা এনওসি পাচ্ছে। নওয়াজ, তালাত, ফারহান এই ৩ জনই মেইন টিমের প্লেয়ার, পাশাপাশি জাহানদাদ রয়েছে।’
‘অন্যান্য দলেও পাকিস্তানি খেলোয়াড় আছে। অন্য দলে কী হচ্ছে বলতে পারব না তবে আমাদের দল নিয়ে আশ্বস্ত করতে চাই, তাদের এনওসি পেয়ে যাচ্ছি। তারা টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে। ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি, পুরো টুর্নামেন্টেরই এনওসি পাচ্ছে।’
হান্নান আরো জানান, ‘এনওসিতে চুক্তি থাকে, ন্যাশনাল ডিউটি, ইঞ্জুরি বা যেকোনো কারণে, দেশের যদি দরকার হয় তাকে কল করলে ছেড়ে দিতে হবে। যদি সিরিজ কন্টিনিউ করে, সিরিজে কল পায়, তাদের চলে যেতে হবে। যেকোনো দেশের এনওসির চুক্তি এভাবে দেওয়া থাকে।’
‘আয়ারল্যান্ডের কিছু খেলোয়াড়ের দিকে নজর রয়েছে। আমরা চেষ্টা করছি। তারা এলে টিম কম্বিনেশনে ভালো ভূমিকা রাখবে। প্রাইম নিউজ হচ্ছে ফারহান ও নওয়াজ দুজনই এনওসি পাচ্ছে। অলরেডি পেয়ে গেছে বলতে পারেন।’






















