চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, প্রিসাইডিং অফিসার নিয়োগ বিবেচনায় থাকছে না বেসরকারি ব্যাংকগুলো
- আপডেট সময় : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে দেশজুড়ে চলছে নানা গুঞ্জন। আগামী সপ্তাহে তফসিল ঘোষনার মধ্য দিয়ে সকল কানাঘুষার অবসান ঘটাতে যাচ্ছে নির্বাচন কমিশনার। আজ রোববার এই সব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এবারের জাতীয় সংসদ নির্বাচনের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।
এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেবো।
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার-ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেবো। এরমধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ব্যাপারে রোববারের বৈঠকে আলোচনা হয়নি। সাধারণত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যথাসময়ে জানতে পারবেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে ইসি। যেখানে সিইসি ছাড়াও অপর চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















