এনসিপিসহ ৩ দলের নতুন জোট গঠন
- আপডেট সময় : ০৬:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৩ দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এনসিপি ছাড়াও জোটে থাকা অপর দু’টি দল হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এই জোটের ঘোষণা দেন।
নাহিদ ইসলাম জানান, এই জোট কেবল নির্বাচনি জোট নয়, রাজনৈতিক জোট। গণ-অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এই জোট কাজ করবে। জোটে অন্তর্ভুক্ত হতে আরও কিছু সংগঠন, দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলমান আছে।
তিনি বলেন, নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এজন্যই এই রাজনৈতিক জোট। কেবল ভোটের জন্য এই জোট নয়। এ সময় গায়ের জোরে নির্বাচন বা ধর্মের নামে বিভ্রান্ত করার প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।


















