ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাজিলের গতি,স্কীলের কাছে বাংলাদেশের কিশোররা ধরাশায়ী

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিল,বাংলাদেশ ও আর্জেন্টিনা এই তিন দেশের তিনটি দল নিয়ে আজ শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ত্রিদেশীয় ফুটবল সিরিজ। প্রথম দিনেই ফুটবলের দেশ ব্রাজিলের কাছে ৪-০ গোলে পরাজিত হয় লাল-সুবজ রাইজিং স্টার নামে বাংলাদেশ দলটি।

ব্রাজিল যে ফুটবলের দেশ সেটা আজ তারা বুজিয়ে দিয়েছে। নিচের সারির একটি দল হয়েও ফুটবলের স্কীল তারা দেখিয়েছে। বয়স ভিত্তিক অনুধর্ব ১৭ দলের এই ফুটবল লড়াইয়ে বাংলাদেশ দলের নামটি লাল-সবুজ রাইজিং স্টার হলেও কার্যত বয়স ভিত্তিক সেরা দলটি নামিয়েছে। কিছুদিন আগে এই দলটিই খেলে এসেছিলো চীনে এএফসি অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টের বাছাই পর্ব। চীনের সাথে তারা ৪-০ গোলে হেরে বিদায় নেয়।

তবে ঘরের মাটিতেও এই দলটি সেই একই ব্যবধানে হারালো ব্রাজিরের সাও বার্নান্দোর কাছে। যদিও বাংলাদেশের দলটিতে যোগ করা হয়েছিলো কয়েকজন প্রবাসী ফুটবলারকে। জুন মাসে ট্রায়ালে আসা আলোড়ন তোলা বিতশোক চাকমা, ক্যাসপার হক এই সিরিজ খেলতে এসেছেন। আজকের ম্যাচে বিতশোক শুরু থেকেই খেলেছেন। বাফুফে একটি দল গঠন করে দিলেও ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনায় তেমন সম্পৃক্ততা নেই। ফলে অনভিজ্ঞ সংগঠন খেলা আয়োজন করায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি ছিল।

সাও বার্নান্দো ব্রাজিলের নিচের স্তরের লিগের একটি দল। লাতিন বাংলার আয়োজকরা জানিয়েছিলেন, ওই দলের বয়সভিত্তিক ফুটবলাররা আসবেন। তবে আজকের খেলায় ব্রাজিলের ক্লাবের দলটির ফুটবলারদের বয়স বিশের বেশিই মনে হয়েছে। গতি, স্কিলে বাংলাদেশের তরুণ ফুটবলাররা খাবি খেয়েছেন। দুই অর্ধে দুটি করে গোল হজম করেছে বাংলাদেশের রাইজিং স্টাররা।

ব্রাজিল থেকে আসা ফুটবলাররা প্রতিটি গোল করে অনেক উল্লাস করেছেন। গোল করা মাত্রই গ্যালারির কাছে ছুটেছেন। বাংলাদেশে খেলতে এসে তারা ভালোই উপভোগ করেছেন। আয়োজকরা এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম রেখেছিল ১ হাজার টাকা। এত দাম দিয়ে অ্যামেচার পর্যায়ের খেলা দেখতে আসেননি অনেকে। এজন্য পশ্চিম দিকের গ্যালারি পুরো ফাঁকাই ছিল। পূর্ব দিকের গ্যালারিতে হাজার কয়েক দর্শক এসে তারাই বাদ্যযন্ত্র বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন।

৮ ডিসেম্বর আর্জেন্টিনার নিচের স্তরের এক ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশের রাইজিং স্টার। ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব মুখোমুখি হবে। ওই দিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা ক্যানিজিয়ার আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের গতি,স্কীলের কাছে বাংলাদেশের কিশোররা ধরাশায়ী

আপডেট সময় : ১১:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ব্রাজিল,বাংলাদেশ ও আর্জেন্টিনা এই তিন দেশের তিনটি দল নিয়ে আজ শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ত্রিদেশীয় ফুটবল সিরিজ। প্রথম দিনেই ফুটবলের দেশ ব্রাজিলের কাছে ৪-০ গোলে পরাজিত হয় লাল-সুবজ রাইজিং স্টার নামে বাংলাদেশ দলটি।

ব্রাজিল যে ফুটবলের দেশ সেটা আজ তারা বুজিয়ে দিয়েছে। নিচের সারির একটি দল হয়েও ফুটবলের স্কীল তারা দেখিয়েছে। বয়স ভিত্তিক অনুধর্ব ১৭ দলের এই ফুটবল লড়াইয়ে বাংলাদেশ দলের নামটি লাল-সবুজ রাইজিং স্টার হলেও কার্যত বয়স ভিত্তিক সেরা দলটি নামিয়েছে। কিছুদিন আগে এই দলটিই খেলে এসেছিলো চীনে এএফসি অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টের বাছাই পর্ব। চীনের সাথে তারা ৪-০ গোলে হেরে বিদায় নেয়।

তবে ঘরের মাটিতেও এই দলটি সেই একই ব্যবধানে হারালো ব্রাজিরের সাও বার্নান্দোর কাছে। যদিও বাংলাদেশের দলটিতে যোগ করা হয়েছিলো কয়েকজন প্রবাসী ফুটবলারকে। জুন মাসে ট্রায়ালে আসা আলোড়ন তোলা বিতশোক চাকমা, ক্যাসপার হক এই সিরিজ খেলতে এসেছেন। আজকের ম্যাচে বিতশোক শুরু থেকেই খেলেছেন। বাফুফে একটি দল গঠন করে দিলেও ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনায় তেমন সম্পৃক্ততা নেই। ফলে অনভিজ্ঞ সংগঠন খেলা আয়োজন করায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি ছিল।

সাও বার্নান্দো ব্রাজিলের নিচের স্তরের লিগের একটি দল। লাতিন বাংলার আয়োজকরা জানিয়েছিলেন, ওই দলের বয়সভিত্তিক ফুটবলাররা আসবেন। তবে আজকের খেলায় ব্রাজিলের ক্লাবের দলটির ফুটবলারদের বয়স বিশের বেশিই মনে হয়েছে। গতি, স্কিলে বাংলাদেশের তরুণ ফুটবলাররা খাবি খেয়েছেন। দুই অর্ধে দুটি করে গোল হজম করেছে বাংলাদেশের রাইজিং স্টাররা।

ব্রাজিল থেকে আসা ফুটবলাররা প্রতিটি গোল করে অনেক উল্লাস করেছেন। গোল করা মাত্রই গ্যালারির কাছে ছুটেছেন। বাংলাদেশে খেলতে এসে তারা ভালোই উপভোগ করেছেন। আয়োজকরা এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম রেখেছিল ১ হাজার টাকা। এত দাম দিয়ে অ্যামেচার পর্যায়ের খেলা দেখতে আসেননি অনেকে। এজন্য পশ্চিম দিকের গ্যালারি পুরো ফাঁকাই ছিল। পূর্ব দিকের গ্যালারিতে হাজার কয়েক দর্শক এসে তারাই বাদ্যযন্ত্র বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন।

৮ ডিসেম্বর আর্জেন্টিনার নিচের স্তরের এক ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশের রাইজিং স্টার। ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব মুখোমুখি হবে। ওই দিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা ক্যানিজিয়ার আসার কথা রয়েছে।