ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছয় দল নিয়ে বিপিএল শুরু ২৬ ডিসেম্বর,নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্রিকেট পাড়ায় আসন্ন বিপিএল নিয়ে চলছিলো রাজ্যের আলোচনা সমালোচনা। কবে মাঠে গড়াবে বিপিএল এ নিয়ে ছিলো রাজ্যের অনিশ্চয়তা। অবশেষে বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ছয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি আসর। ফাইনাল খেলা হবে আগাামী ২৩ জানুয়ারী। এবারের আসনে নতুন দল হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো দল পেয়েছে নোয়াখালী।

এবারের বিপিএলের খেলা গুলোও যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৩ অথবা ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে ২৬ ডিসেম্বর সিলেটে আসর শুরু। তারপর সিলেট পর্ব শেষে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখান থেকে বিপিএল একবারে চলে আসবে রাজধানীতে। এবং ঢাকাতেই বাকি সব পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেল থেকে সন্ধ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের জুম মিটিংয়ে নেয়া হয় এমন সিদ্ধান্ত। যা জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু।

তিনি জানান, ‘প্রতিযোগী দলগুলোর পক্ষ থেকে একটা অনুরোধ ছিল-যতটা সম্ভব ভ্রমণ এড়ানো। আমরা তাই তিনটি ভেন্যুতেই খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আগের মত ঢাকায় ২ বার খেলা আয়োজনের চিন্তা বাদ দিয়ে দিয়েছি। তাতে করে দলগুলোর ভ্রমণ কমবে। প্রতিবারের মত সিলেট ও চট্টগ্রামের মাঝখানে ঢাকা এসে আবার গিয়ে আবার ঢাকায় ফিরতে হবে না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছয় দল নিয়ে বিপিএল শুরু ২৬ ডিসেম্বর,নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

দেশের ক্রিকেট পাড়ায় আসন্ন বিপিএল নিয়ে চলছিলো রাজ্যের আলোচনা সমালোচনা। কবে মাঠে গড়াবে বিপিএল এ নিয়ে ছিলো রাজ্যের অনিশ্চয়তা। অবশেষে বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ছয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি আসর। ফাইনাল খেলা হবে আগাামী ২৩ জানুয়ারী। এবারের আসনে নতুন দল হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো দল পেয়েছে নোয়াখালী।

এবারের বিপিএলের খেলা গুলোও যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৩ অথবা ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে ২৬ ডিসেম্বর সিলেটে আসর শুরু। তারপর সিলেট পর্ব শেষে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখান থেকে বিপিএল একবারে চলে আসবে রাজধানীতে। এবং ঢাকাতেই বাকি সব পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেল থেকে সন্ধ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের জুম মিটিংয়ে নেয়া হয় এমন সিদ্ধান্ত। যা জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু।

তিনি জানান, ‘প্রতিযোগী দলগুলোর পক্ষ থেকে একটা অনুরোধ ছিল-যতটা সম্ভব ভ্রমণ এড়ানো। আমরা তাই তিনটি ভেন্যুতেই খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আগের মত ঢাকায় ২ বার খেলা আয়োজনের চিন্তা বাদ দিয়ে দিয়েছি। তাতে করে দলগুলোর ভ্রমণ কমবে। প্রতিবারের মত সিলেট ও চট্টগ্রামের মাঝখানে ঢাকা এসে আবার গিয়ে আবার ঢাকায় ফিরতে হবে না।’