শততম টেস্টে শততম রানের অপেক্ষায় মুশফিক
- আপডেট সময় : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
শততম টেস্টে মাঠে লড়ছেন মুশফিকুর রহিম। মিরপুরের মাঠে নিজ ক্যারিয়ারের ঐতিহাসিক এই টেস্টে শততম রানে পৌছাতে আরো এক রানের অপেক্ষা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। মুশফিক ভক্তরা মুখিয়ে আছেন টেস্টের দ্বিতীয় দিনে তার সেঞ্চুরি উদযাপনে। এর আগে শততম টেস্ট খেলেছেন ৮৩ জন ক্রিকেটার। কিন্তু শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১০ জন ব্যাটার। সেই সুযোগটা এসেছে এবার মুশফিকের সামনে।
বাংলাদেশ প্রথম ইনিংসের প্রথম দিন পার করেছে ৪ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে। দু’জন ব্যাটার করেছেন হাফসেঞ্চুরি, যথাক্রমে-মুশফিকুর রহিম,মুমিনুল হক। লিটন কুমার দাস আর তিন রান যোগ করলেই পৌছে যাবেন হাফসেঞ্চুরিতে। বাংলাদেশের বিপক্ষে চারটি উইকেটই দখল করেছেন আয়ারল্যান্ডের স্পিনার ম্যাক ব্রাইন।
যদিও মিরপুর টেস্টের শুরুটা খুব একটা ভালো ছিলো না। দলীয় শতরানে পৌছানোর আগে টাইগারদের তিন উইকেট পড়ে যায়। এরপর সেখান থেকে হাল ধরেন মুমিনুল হক ও মুশিফিকুর রহিম। এই দুই ব্যাটারের কৃতিত্বে বাংলাদেশ দিনের প্রাথমিক দখল কাটিয়ে উঠে দলীয় অবস্থানকে সুদৃঢ় অবস্থানে পৌছানোর পথ দেখায়। কিন্তু শেষ সেশনে হাফসেঞ্চুরি হাঁকানো মুমিনুল পারেন নি মুশফিকের মতো উইকেট আগলে রাখতে। ব্যাক্তিগত ৬৩ রানে বিদায় নেন তিনি। এট তার ক্যারিয়ারের ২৪তম টেস্ট হাফসেঞ্চুরি। মুশফিকের সঙ্গে বাঁধেন ১০৭ রানের জুটি।
মুমিনুলের বিদায়ের পর মুশফিকের সঙ্গে হাল ধরেছেন লিটন কুমার দাস। তিনি ৪৭ রানে রয়েছেন অপরাজিত। আজ এই দুই ব্যাটারের কৃতিত্বের উপর নির্ভর করছে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের দলীয় সংগ্রহের দূরত্ব।
তবে দলীয় স্কোরের চেয়ে এই টেস্টের দিকে সবাই তাকিয়ে আছেন মুশফিকের দিকে। তাকে সেলিব্রেট করার জন্য সতীর্থরা হয়ত নানা প্রস্তুতিও নিয়ে রেখেছেন। পঞ্চপান্ডবের শেষ ক্রিকেটার হিসাবে এখনো জাতীয় দলের হয়ে খেলছেন বাংলাদেশের এই লিটল মাস্টার। শততম টেস্টে ইতিহাসে নাম তুলে তিনিও হয়ত অন্য চারজনের মতো বিদায়ের খাতায় নাম লিখাবেন!


















