ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লন্ডনে ফিরে গেলেন হামজা, শামিত ফিরবেন ২১ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদিন আগে ঢাকার মাঠে ভারতকে হারিয়ে সারাদেশ কাপিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। আঠার কোটি মানুষের সেই ভালোবাসা ছেড়ে যেতে মন কাঁদছিলো লেস্টার সিটির এই ফুটবলারের। দেশের মানুষের প্রতি তার ভালোবাসার গভীরতা কতোটুকু, সেটা বিমানবন্দরে জানিয়ে গেলেন হামজা চৌধুরী। তার অসাধারণ নৈপুন্যে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে ভারতকে ১-০ পরাজিত করে বাংলাদেশ। আজ একদিন পরেও সেই বিজয়ের আমেজে উড়ছে গোটা দেশ। সোস্যাল মিডিয়ায় বারবার দেখানো হচ্ছে হামজায় সেভ হওয়া ভারতের সেই আক্রমন, যেটি নিশ্চিত গোল হতে পারত। কখনো রক্ষণে,কখনো আক্রমনে আবার কখনো মিডফিল্ড ফজিশনে লড়ছেন। যেখানে যখন প্রয়োজন সেখানেই দেখা মিলেছে হামজার। ভারতীয় ফুটবলারদের কড়া প্রহরা ফাঁক দিয়ে তিনি লড়েছেন অনন্য। এই সুপার স্টার আজ সকালে ঢাকা ছেড়েছেন তার ক্লাব লিস্টার সিটিতে যোগ দিতে।

অন্যদিকে আরেক প্রবাসী তারকা ফুটবলার শামিত সোম কানাডায় তার ক্লাবে ফিরে যাবেন ২১ নভেম্বর। আজ তিনি বিমানে চড়ে মাতৃভূমি সিলেটের শ্রীমঙ্গলে গিয়েছেন।সেখানে শামিত পরিবার-পরিজনের সাথে দুইদিন সময় কাটাবেন। তারপর এই মিডফিল্ডার তার কানাডার প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দেবেন।

সিলেট বিমান বন্দরে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে নানা কথা। প্রত্যাশা করছেন যোগ্যতা নিয়ে বাংলাদেশ জাতীয় দলে তাদের সঙ্গে খেলতে আসবেন আরো প্রবাসী ফুটবলাররা। এ জন্য তিনি তাদের ‍বার্তা দিয়েছেন, নিজেদের প্রস্তুত করো, গড়ে তুলো যেন আমাদের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারো।

আগামী মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ওই ম্যাচটি খেলার জন্য আবার আসবেন হামজা চৌধুরী। গতকাল ম্যাচের পর হামজা সংবাদ সম্মেলন বলছিলেন, ‘আবার দেখা হবে মার্চে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সিঙ্গাপুরের মাটিতে। তাই হামজা কবে নাগাদ ঢাকায় এসে অনুশীলনে যোগ দিতে পারবেন, তা নির্ভর করবে লেস্টার সিটির ম্যাচ শিডিউলের ওপর।

এদিকে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ। দুই হলুদ কার্ড থাকায় তাদের দেখা যাবে না শেষ এই ম্যাচটিতে। এশিয়ান কাপ বাছাইপর্বে দুটি হলুদ কার্ড হওয়ার পরের ম্যাচে খেলার অযোগ্য হন। যে কারণে ফাহমিদুল ভারত ম্যাচে খেলতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে ফিরে গেলেন হামজা, শামিত ফিরবেন ২১ নভেম্বর

আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

একদিন আগে ঢাকার মাঠে ভারতকে হারিয়ে সারাদেশ কাপিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। আঠার কোটি মানুষের সেই ভালোবাসা ছেড়ে যেতে মন কাঁদছিলো লেস্টার সিটির এই ফুটবলারের। দেশের মানুষের প্রতি তার ভালোবাসার গভীরতা কতোটুকু, সেটা বিমানবন্দরে জানিয়ে গেলেন হামজা চৌধুরী। তার অসাধারণ নৈপুন্যে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে ভারতকে ১-০ পরাজিত করে বাংলাদেশ। আজ একদিন পরেও সেই বিজয়ের আমেজে উড়ছে গোটা দেশ। সোস্যাল মিডিয়ায় বারবার দেখানো হচ্ছে হামজায় সেভ হওয়া ভারতের সেই আক্রমন, যেটি নিশ্চিত গোল হতে পারত। কখনো রক্ষণে,কখনো আক্রমনে আবার কখনো মিডফিল্ড ফজিশনে লড়ছেন। যেখানে যখন প্রয়োজন সেখানেই দেখা মিলেছে হামজার। ভারতীয় ফুটবলারদের কড়া প্রহরা ফাঁক দিয়ে তিনি লড়েছেন অনন্য। এই সুপার স্টার আজ সকালে ঢাকা ছেড়েছেন তার ক্লাব লিস্টার সিটিতে যোগ দিতে।

অন্যদিকে আরেক প্রবাসী তারকা ফুটবলার শামিত সোম কানাডায় তার ক্লাবে ফিরে যাবেন ২১ নভেম্বর। আজ তিনি বিমানে চড়ে মাতৃভূমি সিলেটের শ্রীমঙ্গলে গিয়েছেন।সেখানে শামিত পরিবার-পরিজনের সাথে দুইদিন সময় কাটাবেন। তারপর এই মিডফিল্ডার তার কানাডার প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দেবেন।

সিলেট বিমান বন্দরে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে নানা কথা। প্রত্যাশা করছেন যোগ্যতা নিয়ে বাংলাদেশ জাতীয় দলে তাদের সঙ্গে খেলতে আসবেন আরো প্রবাসী ফুটবলাররা। এ জন্য তিনি তাদের ‍বার্তা দিয়েছেন, নিজেদের প্রস্তুত করো, গড়ে তুলো যেন আমাদের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারো।

আগামী মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ওই ম্যাচটি খেলার জন্য আবার আসবেন হামজা চৌধুরী। গতকাল ম্যাচের পর হামজা সংবাদ সম্মেলন বলছিলেন, ‘আবার দেখা হবে মার্চে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সিঙ্গাপুরের মাটিতে। তাই হামজা কবে নাগাদ ঢাকায় এসে অনুশীলনে যোগ দিতে পারবেন, তা নির্ভর করবে লেস্টার সিটির ম্যাচ শিডিউলের ওপর।

এদিকে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ। দুই হলুদ কার্ড থাকায় তাদের দেখা যাবে না শেষ এই ম্যাচটিতে। এশিয়ান কাপ বাছাইপর্বে দুটি হলুদ কার্ড হওয়ার পরের ম্যাচে খেলার অযোগ্য হন। যে কারণে ফাহমিদুল ভারত ম্যাচে খেলতে পারেননি।