ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মুশফিকের প্রশংসায় হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাবিবুল বাশার। ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার,অধিনায়ক, সিলেক্টর। বর্তমানে হেড অফ গেম ডেভোলপমেন্ট। যিনি ক্রিকেট ক্যারিয়ারে মিস্টার ফিফটি হিসেবে পরিচিত ছিলেন। এমন কি বাংলাদেশের ক্রিকেটে সাফল্য আসতে শুরু করে তার নেতৃত্ব থাকাকালীন সময়ে। সেই বাশারের মুখে রোববার শোনা যায় মুশফিকুর রহিমের প্রশংসা। মুশফিকুর রহিমেরও ক্রিকেটে একটা আলাদা নামকরণ রয়েছে। তাকে বলা হয় মিস্টার ডিফেন্ডবল। কিন্তু এবার বাশার তাকে উপাধি দিলেন ‘বাংলাদেশের মিস্টার ক্রিকেট।’

বাশার গনমাধ্যমকে জানান, ‘পরের বছরগুলোয় মুশফিকের ওঠানামা হয়েছে অনেক। তার ক্যারিয়ারের অনেক ফেইজও গেছে। শুরুর দিকে সে সবার মতই ছিল। পরে যতদিন গেছে ততই জানা হয়েছে মুশফিক বাকিদের চেয়ে আলাদা। ও নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছে। ক্রিকেটের মুশফিকের যত ডেডিকেশন, প্যাশনও তত বেড়েছে। মাইক হাসিকেও বলা হতো ‘মিস্টার ক্রিকেট।’

‘আমার মনে হয় মুশফিককেও যদি বলা হয় মিস্টার ক্রিকেট, তাহলে অত্যুক্তি হবে না। মুশফিকের জীবনে ক্রিকেটই শেষ কথা। তার ভাললাগা, ভালবাসা, শখ, পছন্দ, বিনোদন, অবসর, চিন্তা-ভাবনা আমার মনে হয় সবই ক্রিকেট। অফকোর্স তার পার্সোনাল লাইফ আছে। তারপরও আমাকে যদি বলা হয়, মুশফিকের সব কিছুতেই প্রথম ও শেষ হলো ক্রিকেট। ক্রিকেটকে ঘিরেই তার সবকিছু। এজন্যই শুরুর সাথে আজকের মুশফিকের অনেক মিল। সে প্রথমদিন যেমন পরিশ্রমী ছিল, প্র্যাকটিসে, প্র্যাকটিসের বাইরে আগে ও পরে যত পরিশ্রম করেছে, বাড়তি ঘাম ঝরিয়েছে, এখনই ঠিক তাই করে। সম্ভবত আগের থেকে বেশিই করে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুশফিকের প্রশংসায় হাবিবুল বাশার

আপডেট সময় : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

হাবিবুল বাশার। ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার,অধিনায়ক, সিলেক্টর। বর্তমানে হেড অফ গেম ডেভোলপমেন্ট। যিনি ক্রিকেট ক্যারিয়ারে মিস্টার ফিফটি হিসেবে পরিচিত ছিলেন। এমন কি বাংলাদেশের ক্রিকেটে সাফল্য আসতে শুরু করে তার নেতৃত্ব থাকাকালীন সময়ে। সেই বাশারের মুখে রোববার শোনা যায় মুশফিকুর রহিমের প্রশংসা। মুশফিকুর রহিমেরও ক্রিকেটে একটা আলাদা নামকরণ রয়েছে। তাকে বলা হয় মিস্টার ডিফেন্ডবল। কিন্তু এবার বাশার তাকে উপাধি দিলেন ‘বাংলাদেশের মিস্টার ক্রিকেট।’

বাশার গনমাধ্যমকে জানান, ‘পরের বছরগুলোয় মুশফিকের ওঠানামা হয়েছে অনেক। তার ক্যারিয়ারের অনেক ফেইজও গেছে। শুরুর দিকে সে সবার মতই ছিল। পরে যতদিন গেছে ততই জানা হয়েছে মুশফিক বাকিদের চেয়ে আলাদা। ও নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছে। ক্রিকেটের মুশফিকের যত ডেডিকেশন, প্যাশনও তত বেড়েছে। মাইক হাসিকেও বলা হতো ‘মিস্টার ক্রিকেট।’

‘আমার মনে হয় মুশফিককেও যদি বলা হয় মিস্টার ক্রিকেট, তাহলে অত্যুক্তি হবে না। মুশফিকের জীবনে ক্রিকেটই শেষ কথা। তার ভাললাগা, ভালবাসা, শখ, পছন্দ, বিনোদন, অবসর, চিন্তা-ভাবনা আমার মনে হয় সবই ক্রিকেট। অফকোর্স তার পার্সোনাল লাইফ আছে। তারপরও আমাকে যদি বলা হয়, মুশফিকের সব কিছুতেই প্রথম ও শেষ হলো ক্রিকেট। ক্রিকেটকে ঘিরেই তার সবকিছু। এজন্যই শুরুর সাথে আজকের মুশফিকের অনেক মিল। সে প্রথমদিন যেমন পরিশ্রমী ছিল, প্র্যাকটিসে, প্র্যাকটিসের বাইরে আগে ও পরে যত পরিশ্রম করেছে, বাড়তি ঘাম ঝরিয়েছে, এখনই ঠিক তাই করে। সম্ভবত আগের থেকে বেশিই করে।