ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীর উদ্দেশ্যে আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার ভাষন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস। এই ভাষনে প্রধান উপদেষ্টা পরিস্কার করে দিয়েছেন গনভোট ও জাতীয় নির্বাচনের বিষয়টি। গত কয়েকদিন ধরে এই দুটি ইস্যু নিয়ে দেশ জুড়ে চলছিলো নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বেধে যায় পরস্পর বিরোধী বক্তব্য। অবশেষে আজ প্রধান উপদেষ্টার বক্তব্যে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়টি পরিস্কার করে দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষনে প্রধান উপদেষ্টা জানিয়েদিয়েছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব দায়িত্ব পালন করছি। ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে অনৈক্য খুব বেশি নয়। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে তারা। কেউ বলছে, আইনের মাধ্যমে, কেউ বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয়।
ড. ইউনূস বলেন, গণভোটের ব্যালটে থাকবে চারটি প্রশ্ন। দিতে হব্যে ‘হ্যা’ অথবা ‘না’ উত্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট

আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জাতীর উদ্দেশ্যে আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার ভাষন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস। এই ভাষনে প্রধান উপদেষ্টা পরিস্কার করে দিয়েছেন গনভোট ও জাতীয় নির্বাচনের বিষয়টি। গত কয়েকদিন ধরে এই দুটি ইস্যু নিয়ে দেশ জুড়ে চলছিলো নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বেধে যায় পরস্পর বিরোধী বক্তব্য। অবশেষে আজ প্রধান উপদেষ্টার বক্তব্যে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়টি পরিস্কার করে দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষনে প্রধান উপদেষ্টা জানিয়েদিয়েছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব দায়িত্ব পালন করছি। ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে অনৈক্য খুব বেশি নয়। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে তারা। কেউ বলছে, আইনের মাধ্যমে, কেউ বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয়।
ড. ইউনূস বলেন, গণভোটের ব্যালটে থাকবে চারটি প্রশ্ন। দিতে হব্যে ‘হ্যা’ অথবা ‘না’ উত্তর।