মিচেলকে দলে টানলন ক্যাবরেরা
- আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
লাল-সবুজ জার্সিতে খেলবেন বলে ইংলিশ আবহাওয়ায় বেড়ে উঠা কিউবা মিচেল চলে এসেছিলেন বাংলাদেশে। বয়স ভিত্তিক দলে তাকে খেলানো হলেও জাতীয় দলের জার্সি এখনো গায়ে উঠেনি। এনিয়ে নেটিজনদের তীব্র সমালোচনার তীর গিয়ে পড়ে দেশের ফুটবল অভিবাবকের ভবনে (বাফুফে ভবনে)। অবশেষে মিচেল ভক্তদের সে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বের শেষ দুই ম্যাচে জাতীয় দলের তালিকায় তাকে রেখেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে জাতীয় দলের দরজা এমনি এমনিতে খোলেনি মিচেলে। জাতীয় দলের দু’জন খেলোয়াড় যথাক্রমে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া সাম্প্রতিক চোটে ভুগছিলেন। ইব্রাহিমরা সুস্থ না হওয়ায় মিচেল ও উইঙ্গার মোরশেদ আলীর সুযোগ মিলে।
ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউবার। বসুন্ধরা কিংসে যোগ দেয়ার পর থেকেই তাকে জাতীয় দলে আনার আলোচনা চলছিল। তবে পাসপোর্ট সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া এবং নিয়মিত ম্যাচ খেলার ঘাটতির কারণে আগের দুই উইন্ডোতে তাকে দলে ডাকা হয়নি। অবশেষে সব বাধা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলেন তিনি।
মিডফিল্ডের ডিফেন্সিভ, সেন্ট্রাল ও অ্যাটাকিং তিন ভূমিকায়ই খেলতে সক্ষম কিউবা, যা তাকে দলে একটি বহুমুখী অপশন করে তুলেছে। অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলে দৃষ্টিকাড়া পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন উইঙ্গার মোরশেদ আলী।
আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই দুটি ম্যাচেও খেলবেন মিচেল।
গত ৩০ অক্টোবর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। পাঁচ দিনের অনুশীলনের পর ৫ নভেম্বর বাফুফে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। রোববার (৯ নভেম্বর) দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল এবং মোরশেদ আলী।




















