দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক বললেন ফখরুল
- আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে
গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক মাঠে উত্তাপ বিরাজ করছে। কখনো পিআর, কখনো গনভোট নিয়ে চলছে রাজ্যের আলোচনা-সমালোচনা। কোন কোন দল দাবি তুলছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে গনভোট চাই। আবার কোন কোন দল থেকে দাবি উঠেছে নির্বাচনের দিনেই যেন গণভোটের আয়োজন করা হয়। যদিও সাধারণ মানুষ এখনো জানেনা জুলাই সনদের কোন কোন পয়েন্টের উপর গনভোট। সব মিলে দেশজুড়ে চলছে নানা তর্ক-বিতর্ক, আলোচনা ও সমালোচনা।
তবে দেশের বহৎ দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন দেশে এ নিয়ে যত সংকট দেখা যাচ্ছে সবই তৈরি করা নাটক। রোববার ৯ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের পেছনে জনগণ নেই তাই তারা জনগণের দুঃখ বোঝে না।
এ সময় ফখরুল বলেন, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। আমরা ক্ষমতায় আসলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেব। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেব যেন তারা কম দামে চাল,ডাল, তেল কিনতে পারে
তিনি আরও বলেন, জনগণ এত কিছু বোঝে না। তারা শুধু বোঝে নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। আর তাদের ভোটে নির্বাচনিত প্রতিনিধি স্থানীয় উন্নয়ন করবে।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি।




















