ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট গ্যালারি ৫০০ টাকা, ১০ নভেম্বর টিকিট বিক্রি শুরু
- আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা অনেক আগেই উবে গেছে বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু এরপরেও বাংলাদেশ-ভারতের মধ্যকার হোম ম্যাচের টিকিট পেতে ফুটবল ভক্তদের আগ্রহের কমতি নেই। যেহেতু ম্যাচটিতে আছে হামজা ও সমিত সোমরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ গ্যালারিতে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাধারণ গ্যালারির দাম ৫০০ টাকা। বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সোমবার (১০ নভেম্বর) দুপুর ২ টা থেক টিকিট বিক্রি শুরু। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে।
আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাশবর্তী দুই দেশের মধ্যকার ফুটবল লড়াই। এএফসি এশিয়ানে কাপে বাছাই পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচ খেলে এখনও জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল।
বাছাই পর্বে ঘরের মাঠে গত জুনে সিঙ্গাপুর ও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ম্যাচ দুটির সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা রেখেছিল বাফুফে। বর্তমানে সাধারণ গ্যালারিতে ১০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া ক্লাব হাউস-১ ৫ হাজার, ক্লাব হাউস-২ ৩ হাজার, ভিআইপি-২ ৪ হাজার, ভিআইপি-৩ ৩ হাজার, রেড বক্স ৬ হাজার, কর্পোরেট বক্স ৮ হাজার, স্কাই বক্স ৮ হাজার ও স্কাই ভিউ ৭ হাজার টাকা লাগবে।
এর আগে জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট ৫ নভেম্বর থেকে ছাড়া হলেও ভাটা পড়েছে বিক্রিতে। সাধারণ গ্যালারি ৩০০ টাকা ও ক্লাব হাউজ ২ গ্যালারি ১০০০ টাকা রাখা হলেও সমর্থকদের মধ্যে তেমন আগ্রহ চোখে পড়ছে না।
গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।
এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে তারা। ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্বের প্রতিটা ম্যাচে লড়াকু পারফর্ম করেছে বাংলাদেশ। এতে ফুটবলের জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া লাগছে।




















