ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খালেদা লড়বেন ৩ আসনে তারেক ১, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীতা ঘোষনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদিন আগে শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন।এদিন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এমন এক বার্তায় দেশে নির্বাচনী উত্তাপ শুরু হয়ে যায়। তারই ফলশ্রুতিতে আজ সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনশ আসনে বিএনপি ২৩৭জনের তালিকা প্রকাশ করে। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে লড়বেন যথাক্রমে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর -৩ আসনে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
এদিন বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করণ নিয়ে প্রশ্ন উঠতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, যাতে নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই করতে পারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঘোষনা অনুযায়ী অন্যান্যদের মধ্যে সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এ ছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৩৭ আসনের মধ্যে ১০ জন নারী প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া একাই লড়ছেন তিনটি আসন থেকে। এছাড়া নাটের -১ আসন থেকে লড়ছেন ফারজানা শারমিন।যশোর -২ আসন থেকে লড়বেন মোছা. সাবিরা সুলতানা। ঝালকাঠি-২ আসনে লড়বেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর -১ আসনে লড়বেন ‍সানসিলা জেবরিন,মানিকাগঞ্জ -৩ আসন থেকে লড়বেন আফরোজা খান রিতা। ঢাকা-১৪ আসন থেকে লড়বেন সানজিদা ইসলাম তুলি। ফরিদপুর -২ আসনে লড়বেন শামা ওবায়েদ। সিলেট -২ আসনে লড়বেন মোছা. তাহসিনা রুশদীর। ফরিদপুর -৩ আসনে লড়বেন নায়াব ইউসুফ কামাল।

ঢাকা আসন থেকে যারা নির্বাচন করবেন

ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা লড়বেন ৩ আসনে তারেক ১, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীতা ঘোষনা

আপডেট সময় : ০৯:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

একদিন আগে শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন।এদিন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এমন এক বার্তায় দেশে নির্বাচনী উত্তাপ শুরু হয়ে যায়। তারই ফলশ্রুতিতে আজ সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনশ আসনে বিএনপি ২৩৭জনের তালিকা প্রকাশ করে। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসনে লড়বেন যথাক্রমে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর -৩ আসনে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
এদিন বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করণ নিয়ে প্রশ্ন উঠতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, যাতে নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই করতে পারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঘোষনা অনুযায়ী অন্যান্যদের মধ্যে সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এ ছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৩৭ আসনের মধ্যে ১০ জন নারী প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া একাই লড়ছেন তিনটি আসন থেকে। এছাড়া নাটের -১ আসন থেকে লড়ছেন ফারজানা শারমিন।যশোর -২ আসন থেকে লড়বেন মোছা. সাবিরা সুলতানা। ঝালকাঠি-২ আসনে লড়বেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর -১ আসনে লড়বেন ‍সানসিলা জেবরিন,মানিকাগঞ্জ -৩ আসন থেকে লড়বেন আফরোজা খান রিতা। ঢাকা-১৪ আসন থেকে লড়বেন সানজিদা ইসলাম তুলি। ফরিদপুর -২ আসনে লড়বেন শামা ওবায়েদ। সিলেট -২ আসনে লড়বেন মোছা. তাহসিনা রুশদীর। ফরিদপুর -৩ আসনে লড়বেন নায়াব ইউসুফ কামাল।

ঢাকা আসন থেকে যারা নির্বাচন করবেন

ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।