হংকংয়ের কাছে হেরে হতাশ নারী ফুটবল কোচ
- আপডেট সময় : ০১:১৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৮২ বার পড়া হয়েছে
ফিফা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-০ গোলের সহজ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। হারের পর হতাশা ঝরছে নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের। তার ক্ষোভটা বেশি কিছু খেলোয়াড়ের ম্যাচের উপর শ্রদ্ধার ঘাটতি ও বাজে আচরণে। আগামী সোমবার দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ। এই দুটি ম্যাচের অভিজ্ঞতা অর্জন কাজে লাগবে আগামী বছর অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপে। এটি তারই প্রস্তুতি ম্যাচ।
শক্তির দিক থেকেও থাইল্যান্ড র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে। প্রথমার্ধে এ গোল এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন স্বাগতিকরা। ম্যাচের সিংহভাগই ছিলো স্বাগতিকদের নিয়ন্ত্রণে। সেখানেই শক্তির স্বাক্ষর রাখতে দেখা যায় থাই মেয়েদের। বাংলাদেশের গোল সীমানায় রুপনা চাকমা থাকায় আরও একাধিক গোল থেকে বেচে যায় বাংলাদেশ।
তবে ব্যাংককের একটি বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ইংলিশ কোচ বাটলার। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমরা টায়ার-ওয়ান প্রীতি ম্যাচ খেলেছি কিনা আমি জানি না। কারণ, আমরা একটা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলেছি, যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। এটা কোনো জাতীয় পর্যায়ের ম্যাচের মতো লাগছিল না। বরং বয়সভিত্তিক ম্যাচের মতো মনে হচ্ছিল। এমন ম্যাচ আয়োজনের সময় আমাদের সতর্ক থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন সবকিছু মানসম্মত হয়।’
বাটলার দ্বিতীয়ার্ধে মোট ছয়টি পরিবর্তন করেন একাদশে। বিরতির পরপরই তহুরা খাতুনের জায়গায় মোসাম্মৎ সাগরিকা ও মুনকি আক্তারের জায়গায় শাহেদা আক্তার রিপাকে নামান তিনি। পরে শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খান্ডকারের বদলে যথাক্রমে জয়নব বিবি রিতা, নবিরন খাতুন, হালিমা আক্তার ও সিনহা জাহান শিখাকে নামানো হয়।
কোনো রাখঢাক না রেখেই বাটলার খেলোয়াড়দের মানসিকতা ও শৃঙ্খলাবোধের অভাব নিয়ে তীব্র সমালোচনা করেন, ‘আমার মনে হয়, কয়েকজন খেলোয়াড় ভুল মানসিকতা নিয়ে এখানে এসেছে। আর আমি কোনো উদাসীনতা বরদাস্ত করব না। কেউ যদি আমার অধীনে খেলতে চায় এবং দেশকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে তাদের এমন মনোভাব নিয়ে আসা চলবে না যা জাতীয় দলের মানের সঙ্গে যায় না।’
ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার বাটলার এর আগে তার বিরুদ্ধে বিদ্রোহের বিতর্কের জেরে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছিলেন। তিনি সতর্ক করে দেন, প্রয়োজনে আবারও এমন কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।
নারী সাফ চ্যাম্পিয়নশিপজয়ী কোচ বাটলার বলেন, ‘যদি কেউ আমাকে পরীক্ষা করতে চায়, করুক। আগেও এমন হয়েছে, আবার হলেও আমি দৃঢ় থাকব। আমি কোনো ধরনের অসম্মান বা খারাপ আচরণ বরদাস্ত করব না।’
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী সোমবার অনুষ্ঠিত হবে। সেখানে খেলোয়াড়দের কাছ থেকে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন কোচ।




















