নুরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নাহিদ-সারজিসরা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৭ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। চীন সফর শেষে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যান তারা।
এসময় নাহিদ ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।





















