ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দল গোছানোর পর এবার কোচও আনলো বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন মৌসুম শুরুর আগে দল গুছিয়ে ফেলেছে বসুন্ধরা কিংস। হারানো গৌরব ফিরে পাবার লক্ষ্যে দলে আনা হয়েছে নতুন নতুন ফুটবল মুখ। এবার তাদের প্রশিক্ষণ দিতে আনা হয়েছে আর্জেন্টিনা থেকে অভিজ্ঞ কোচ ট্যাকটিশিয়ান মারিও গোমেজকে। ৬৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচকে ঘিরে সমর্থকদের মাঝে তৈরি হয়েছে নতুন উচ্ছাশা ও স্বপ্ন।

গোমেজ এর আগে মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশটির ঘরোয়া ফুটবলের অন্যতম জায়ান্ট জোহর দারুল তাজিমকে নেতৃত্ব দিয়েছেন, যাদের তিনি ইতিহাস গড়ে এএফসি কাপের শিরোপা জিতিয়েছেন।

তবে তার আসল পরিচিতিটা হলো ইউরোপের বড় ক্লাবগুলোতে কোচিং করানো। ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের মতো ক্লাবে কাজ করেছেন তিনি। সেই সময় তার হাতে গড়ে উঠেছে একঝাঁক বিশ্ব তারকা। স্যামুয়েল এতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও কিংবা হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনার কিংবদন্তি কোচ হেক্তর কুপারের সহকারী হিসেবে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যারিও গোমেজের।

খেলোয়াড়ী জীবনে মারিও গোমেজ ছিলেন একজন শক্তিশালী ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে তিনি ১৯৮২ ও ১৯৮৪ সালে দেশীয় লিগ শিরোপা জিতেছিলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, তিনি প্রকৃত খ্যাতি পান কোচিং ক্যারিয়ারের মাধ্যমে। ইউরোপ ও এশিয়া মিলিয়ে তার সমৃদ্ধ অভিজ্ঞতা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

বসুন্ধরা কিংস এবারই প্রথমবারের মতো কোনো লাতিন কোচের হাতে দলটির দায়িত্ব দিল। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিংসকে সাফল্যের শিখরে নিয়ে যান স্পেনের অস্কার ব্রুজোন। গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা দায়িত্বে ছিলেন। তবে গোমেজকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ক্লাবটির কোচিং অধ্যায়ে লাতিন আমেরিকার এক নতুন ছোঁয়া যোগ হলো।

এর আগেও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন আর্জেন্টিনার কয়েকজন তারকা ফুটবলার। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড হের্নান বারকোস ২০২০ সালে কিংসে খেলেছিলেন। তার আগে মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে এবং সর্বশেষ গত মৌসুমে ফরোয়ার্ড হুয়ান লেসকানো দলটির হয়ে মাঠ মাতিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দল গোছানোর পর এবার কোচও আনলো বসুন্ধরা কিংস

আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নতুন মৌসুম শুরুর আগে দল গুছিয়ে ফেলেছে বসুন্ধরা কিংস। হারানো গৌরব ফিরে পাবার লক্ষ্যে দলে আনা হয়েছে নতুন নতুন ফুটবল মুখ। এবার তাদের প্রশিক্ষণ দিতে আনা হয়েছে আর্জেন্টিনা থেকে অভিজ্ঞ কোচ ট্যাকটিশিয়ান মারিও গোমেজকে। ৬৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচকে ঘিরে সমর্থকদের মাঝে তৈরি হয়েছে নতুন উচ্ছাশা ও স্বপ্ন।

গোমেজ এর আগে মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশটির ঘরোয়া ফুটবলের অন্যতম জায়ান্ট জোহর দারুল তাজিমকে নেতৃত্ব দিয়েছেন, যাদের তিনি ইতিহাস গড়ে এএফসি কাপের শিরোপা জিতিয়েছেন।

তবে তার আসল পরিচিতিটা হলো ইউরোপের বড় ক্লাবগুলোতে কোচিং করানো। ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের মতো ক্লাবে কাজ করেছেন তিনি। সেই সময় তার হাতে গড়ে উঠেছে একঝাঁক বিশ্ব তারকা। স্যামুয়েল এতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও কিংবা হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনার কিংবদন্তি কোচ হেক্তর কুপারের সহকারী হিসেবে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যারিও গোমেজের।

খেলোয়াড়ী জীবনে মারিও গোমেজ ছিলেন একজন শক্তিশালী ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে তিনি ১৯৮২ ও ১৯৮৪ সালে দেশীয় লিগ শিরোপা জিতেছিলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, তিনি প্রকৃত খ্যাতি পান কোচিং ক্যারিয়ারের মাধ্যমে। ইউরোপ ও এশিয়া মিলিয়ে তার সমৃদ্ধ অভিজ্ঞতা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

বসুন্ধরা কিংস এবারই প্রথমবারের মতো কোনো লাতিন কোচের হাতে দলটির দায়িত্ব দিল। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিংসকে সাফল্যের শিখরে নিয়ে যান স্পেনের অস্কার ব্রুজোন। গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা দায়িত্বে ছিলেন। তবে গোমেজকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ক্লাবটির কোচিং অধ্যায়ে লাতিন আমেরিকার এক নতুন ছোঁয়া যোগ হলো।

এর আগেও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন আর্জেন্টিনার কয়েকজন তারকা ফুটবলার। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড হের্নান বারকোস ২০২০ সালে কিংসে খেলেছিলেন। তার আগে মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে এবং সর্বশেষ গত মৌসুমে ফরোয়ার্ড হুয়ান লেসকানো দলটির হয়ে মাঠ মাতিয়েছেন।