ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্র্যাকে পড়েই হাসপাতালে অ্যথলেট ইমানুর, গুরুতর কিছু হয়নি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দ্রুততম মানবের খেতাব উদ্ধার করা ইমরানুর রহমান ২০০ মিটার স্প্রিন্ট শেষই করতে পারেননি। ৪০ থেকে ৪৫ মিটার দৌড়ানোর পর ট্র্যাকেই পড়ে যান ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট। রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিকসের তৃতীয় ও শেষ দিনে সবার দৃষ্টি ছিলো ২০০ মিটারে।

ইমরানুর রহমান ১০০ মিটারের পর ২০০ মিটারে স্বর্ণ জিততে পারবেন কিনা সেই আলোচনা ছিল ইভেন্ট শুরুর আগে। শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুরের দুর্ভাগ্য তিনি দৌড় শুরুর কিছুক্ষণের মধ্যে পড়ে যান। অর্থ্যাৎ, দৌড় শেষ করতে পারেননি।

ট্র্যাকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইমরানুর রহমানকে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তারপর থেকে সবাই উদ্বিগ্ন এশিয়ান ইনডোরে স্বর্ণজেতা এই অ্যাথলেটের সর্বশেষ অবস্থান নিয়ে।

তবে রাত সাড়ে ৯টার দিকে ইমরান তার ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তামুক্ত করতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন তিনি ভালো আছেন। আঘাত তেমন গুরতর নয়।
স্ট্যাটাসে ইমরানুর রহমান লিখেছেন, ‘শুধু একটা আপডেট, আমি ভালো আছি, আশা করি আঘাতটা খুব বেশি গুরুতর নয়, আমার মনে হয় না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে। ঘরের মাঠে প্রতিযোগিতা করা সবসময়ই দারুণ।’

এই দিকে ২০০ মিটারের এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান। তিনি সময় নিয়েছেন ২২.০৪ সেকেন্ড। একই প্রতিষ্ঠানের আবদুল মোতালেব ২২.২৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর নাঈম ইসলাম ২২.২৭ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন তাম্র পদক।

মেয়েদের ২০০ মিটারে শিরিন আক্তারকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শারিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৫.২৪ সেকেন্ড। বাংলাদেশ নৌবাহনীর শিরিন আক্তার রৌপ্য জিতেছেন ২৫.২৭ সেকেন্ড সময় নিয়ে। তৃতীয় হয়েছেন বিকেএসপির মিম আক্তার। তিনি সময় নিয়েছেন ২৫.৮৭ সেকেন্ড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্র্যাকে পড়েই হাসপাতালে অ্যথলেট ইমানুর, গুরুতর কিছু হয়নি

আপডেট সময় : ১২:১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

দেশের দ্রুততম মানবের খেতাব উদ্ধার করা ইমরানুর রহমান ২০০ মিটার স্প্রিন্ট শেষই করতে পারেননি। ৪০ থেকে ৪৫ মিটার দৌড়ানোর পর ট্র্যাকেই পড়ে যান ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট। রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিকসের তৃতীয় ও শেষ দিনে সবার দৃষ্টি ছিলো ২০০ মিটারে।

ইমরানুর রহমান ১০০ মিটারের পর ২০০ মিটারে স্বর্ণ জিততে পারবেন কিনা সেই আলোচনা ছিল ইভেন্ট শুরুর আগে। শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুরের দুর্ভাগ্য তিনি দৌড় শুরুর কিছুক্ষণের মধ্যে পড়ে যান। অর্থ্যাৎ, দৌড় শেষ করতে পারেননি।

ট্র্যাকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইমরানুর রহমানকে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তারপর থেকে সবাই উদ্বিগ্ন এশিয়ান ইনডোরে স্বর্ণজেতা এই অ্যাথলেটের সর্বশেষ অবস্থান নিয়ে।

তবে রাত সাড়ে ৯টার দিকে ইমরান তার ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তামুক্ত করতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন তিনি ভালো আছেন। আঘাত তেমন গুরতর নয়।
স্ট্যাটাসে ইমরানুর রহমান লিখেছেন, ‘শুধু একটা আপডেট, আমি ভালো আছি, আশা করি আঘাতটা খুব বেশি গুরুতর নয়, আমার মনে হয় না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে। ঘরের মাঠে প্রতিযোগিতা করা সবসময়ই দারুণ।’

এই দিকে ২০০ মিটারের এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান। তিনি সময় নিয়েছেন ২২.০৪ সেকেন্ড। একই প্রতিষ্ঠানের আবদুল মোতালেব ২২.২৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর নাঈম ইসলাম ২২.২৭ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন তাম্র পদক।

মেয়েদের ২০০ মিটারে শিরিন আক্তারকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শারিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৫.২৪ সেকেন্ড। বাংলাদেশ নৌবাহনীর শিরিন আক্তার রৌপ্য জিতেছেন ২৫.২৭ সেকেন্ড সময় নিয়ে। তৃতীয় হয়েছেন বিকেএসপির মিম আক্তার। তিনি সময় নিয়েছেন ২৫.৮৭ সেকেন্ড।