জেলা-উপজেলায় আনসারদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৩৫ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনারের। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে নির্বাচনী প্রশিক্ষণ।
সোমবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যমকে জানানো হয়, চলমান ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী ডিউটির প্রাকপ্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সম্পৃক্ত করা হয়েছে।
এই প্রশিক্ষণের আওতায় বাহিনীর সদস্যদের নির্বাচনে করণীয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটদানে সহযোগিতা করা, ব্যালট পেপার এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েকটি বিষয়ে হাতে কলমে মহড়া দেয়া হচ্ছে।বাহিনী র সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই মহড়ায় অংশগ্রহণ করছেন।




















