ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চার ইভেন্টের চারটিতে সোনা জিতে রিংকি হয়েছেন সেরা অ্যাথলেট

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সামার অ্যাথলেটিক্সের টানা তিনদিনেই চমক দেখিয়েছেন নারী অ্যাথলেট রিংকি বিশ্বাস। চার ইভেন্টে অংশ নিয়ে চারটিতেই জিতেছেন সোনার পদক। যার মধ্যে তিনটিতেই গড়েছেন আবার রেকর্ড। নৌবাহিনীর এই খেলোয়াড় হয়েছেন প্রতিযোগিতার সেরা ক্রীড়াবিদ ।

আজ প্রতিযোগিতার শেষ দিনে ১০ হাজার মিটার (মহিলা) ইভেন্ট জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এতে সময় নিয়েছেন ৩৯:১৪.৭৩ সে.। পূর্বে পাপিয়া খাতুন ২০২২ সালে সময় নিয়েছিলেন ৪১:০৯.৩২সে.। তিনি ৩ ও ৫ হাজার মিটারেও রেকর্ড গড়েছেন। ১৫০০ মিটারে স্বর্ণপদক জিতলেও সেটা অবশ্য রেকর্ড হয়নি।

এমন ফলাফলের পর ভালো লাগারই কথা। প্রতিক্রিয়ায় সেটাই জানালেন রিংকি। তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগছে। চারটি ইভেন্টের মধ্যে তিনটিই রেকর্ড গড়েছি। তবে দু’টি ইভেন্টে আমার আগেও রেকর্ড ছিল।’
রেকর্ড গড়লেও ফেডারেশনের কর্তাদের চোখে সেভাবে পড়েন না লং রানাররা। স্প্রিন্ট-জাম্প ও কালেভদ্রে থ্রোয়ের মধ্যেই তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য বিচার-বিবেচনা করে ফেডারেশন। এ নিয়ে রিংকির আফসোস, ‘আমাদেরকেও আন্তর্জাতিক পর্যায়ে পাঠাতে পারে। আমরাও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে চাই।’

আন্তর্জাতিক অঙ্গনে দূরপাল্লার স্প্রিন্টাররা বেশ সমাদৃত। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সেভাবে কদর পান না। এরপর আবার নারী লং রানার তো একেবারে সীমিত। নিজের রানার হওয়ার গল্প বললেন এভাবে, ‘আমি মূলত ফুটবলার ছিলাম। আমার রানিং ভালো থাকায় আমার নড়াইলের কোচ লং রানিং করতে বলেন। এরপর থেকে লং রানি করে যাচ্ছি।’

সেরা খেলোয়াড়(পুরুষ) বাংলাদেশ সেনাবাহিনীর মোশাররফ হোসেন। তিনি ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪*৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ন পদক পাওয়ায় সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। তিন দিনে মোট সাতটি জাতীয় রেকর্ড হয়েছে। সাতটির মধ্যে তিনটিই রিংকি বিশ্বাসের। অন্য রেকর্ডগুলোর মধ্যে রয়েছে- ট্রিপল জাম্প ইভেন্টে ১২.৪৯ মি. লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল( পূর্বের রেকর্ড সনিয়া আক্তারের ১২.৩৮ মি.), পোলভল্ট ইভেন্টে ৪.৫১ মি. উচ্চতা অতিক্রম করে মোঃ সৌরভ মিয়ার (পুর্বের রেকর্ড মোঃ শাওন মিয়া ৪.৫০ মিটার উচ্চতা)।

৩ দিনে মোট ৪০টি ইভেন্ট হয়েছে। ২৬ টি স্বর্ণ, ২১ টি রৌপ্য ও ১৫ টি ব্রোঞ্জ মোট ৬২টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে। ১৩ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ সহ মোট ৪১ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং ১ টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ সহ মোট ৩ টি পদক নিয়ে ৩য় অবস্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চার ইভেন্টের চারটিতে সোনা জিতে রিংকি হয়েছেন সেরা অ্যাথলেট

আপডেট সময় : ১২:২৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

জাতীয় সামার অ্যাথলেটিক্সের টানা তিনদিনেই চমক দেখিয়েছেন নারী অ্যাথলেট রিংকি বিশ্বাস। চার ইভেন্টে অংশ নিয়ে চারটিতেই জিতেছেন সোনার পদক। যার মধ্যে তিনটিতেই গড়েছেন আবার রেকর্ড। নৌবাহিনীর এই খেলোয়াড় হয়েছেন প্রতিযোগিতার সেরা ক্রীড়াবিদ ।

আজ প্রতিযোগিতার শেষ দিনে ১০ হাজার মিটার (মহিলা) ইভেন্ট জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এতে সময় নিয়েছেন ৩৯:১৪.৭৩ সে.। পূর্বে পাপিয়া খাতুন ২০২২ সালে সময় নিয়েছিলেন ৪১:০৯.৩২সে.। তিনি ৩ ও ৫ হাজার মিটারেও রেকর্ড গড়েছেন। ১৫০০ মিটারে স্বর্ণপদক জিতলেও সেটা অবশ্য রেকর্ড হয়নি।

এমন ফলাফলের পর ভালো লাগারই কথা। প্রতিক্রিয়ায় সেটাই জানালেন রিংকি। তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগছে। চারটি ইভেন্টের মধ্যে তিনটিই রেকর্ড গড়েছি। তবে দু’টি ইভেন্টে আমার আগেও রেকর্ড ছিল।’
রেকর্ড গড়লেও ফেডারেশনের কর্তাদের চোখে সেভাবে পড়েন না লং রানাররা। স্প্রিন্ট-জাম্প ও কালেভদ্রে থ্রোয়ের মধ্যেই তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য বিচার-বিবেচনা করে ফেডারেশন। এ নিয়ে রিংকির আফসোস, ‘আমাদেরকেও আন্তর্জাতিক পর্যায়ে পাঠাতে পারে। আমরাও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে চাই।’

আন্তর্জাতিক অঙ্গনে দূরপাল্লার স্প্রিন্টাররা বেশ সমাদৃত। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সেভাবে কদর পান না। এরপর আবার নারী লং রানার তো একেবারে সীমিত। নিজের রানার হওয়ার গল্প বললেন এভাবে, ‘আমি মূলত ফুটবলার ছিলাম। আমার রানিং ভালো থাকায় আমার নড়াইলের কোচ লং রানিং করতে বলেন। এরপর থেকে লং রানি করে যাচ্ছি।’

সেরা খেলোয়াড়(পুরুষ) বাংলাদেশ সেনাবাহিনীর মোশাররফ হোসেন। তিনি ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪*৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ন পদক পাওয়ায় সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। তিন দিনে মোট সাতটি জাতীয় রেকর্ড হয়েছে। সাতটির মধ্যে তিনটিই রিংকি বিশ্বাসের। অন্য রেকর্ডগুলোর মধ্যে রয়েছে- ট্রিপল জাম্প ইভেন্টে ১২.৪৯ মি. লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল( পূর্বের রেকর্ড সনিয়া আক্তারের ১২.৩৮ মি.), পোলভল্ট ইভেন্টে ৪.৫১ মি. উচ্চতা অতিক্রম করে মোঃ সৌরভ মিয়ার (পুর্বের রেকর্ড মোঃ শাওন মিয়া ৪.৫০ মিটার উচ্চতা)।

৩ দিনে মোট ৪০টি ইভেন্ট হয়েছে। ২৬ টি স্বর্ণ, ২১ টি রৌপ্য ও ১৫ টি ব্রোঞ্জ মোট ৬২টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে। ১৩ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ সহ মোট ৪১ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং ১ টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ সহ মোট ৩ টি পদক নিয়ে ৩য় অবস্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।