মাহাবুব আনামকে ফেরাতে চায় ক্লাব সংগঠকরা, রোববার সভা

- আপডেট সময় : ০১:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে
টানা চল্লিশ বছর ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকা মাহাবুব আনাম হঠাৎ ক্রিকেট থেকে দূরে সরে যাবার ঘোষনা দিতেই ক্রিকেট পাড়ায় শুরু হয়ে যায় নতুন মেরুকরণ। ২৪ বছর ধরে ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে থাকা মাহাবুব আনাম মিডিয়ায় স্রেফ জানিয়ে দেন তিনি আর বিসিবিতে নির্বাচন করছেন না। তার এই দূরে সরে যাওয়ার ঘোষনায় ক্লাব সংগঠকরা তিনি ছিলেন ক্লাব সংগঠকদের প্রাণ ভ্রমরা। প্রয়াত ক্রিকেট সংগঠক তানভির হায়দারের পরেই তিনি ক্লাব সংগঠকদের অন্যতম বয়োজ্যেষ্ট কর্তা।
বিশেষ করে ২০০০ সালের পর থেকে ঢাকার ক্লাব গুলোর ক্রিকেট সংগঠকদের অন্যতম নির্ভরতা ও নেতা হিসেবে নিজের জায়গা মজবুত করে নেন বিসিবির এই পরিচালক।
তার সরে যাওয়ার ঘোষনায় সে শুন্যস্থান পূরণের জন্য নেমেছে ঢাকার ক্লাবগুলো। মাহাবুব আনামকে ফেরানো যাবে কি যাবে না, নাকি নতুন কেউ হতে যাচ্ছেন মাহাবুব আনামের স্থানে সে লক্ষ্যে রোববার ২৪ আগস্ট ক্লাব সংগঠকদের সভা ডাকা হয়েছে।
বৈঠক হবে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস এসোসিয়েশন এর ব্যানারে বিকেল ৩টায়, শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কনফারেন্স হলে। সেখানেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে বেশ কয়েকজন ক্লাব সংগঠকদের কাছ থেকে জানা যায়।
ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, অনেক ক্লাবকর্তা মাহবুব আনামকে নির্বাচনে ফিরিয়ে আনার পক্ষে। কেউ কেউ ব্যক্তিগতভাবে তার বাসায় ও অফিসে গিয়ে কথা বলছেন এবং নির্বাচন করারও অনুরোধ জানিয়েছেন।
অনুরোধকারীদের তালিকায় রয়েছেন- ইফতিখার রহমান মিঠু, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, আজিজ আল কায়সার টিটো, মাসুদুজ্জামান, পাপ্পু, জিয়াউর রহমান তপু, আদনান রহমান দিপন, রুবেলসহ আরও কয়েকজন ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠকও আছেন বলে জানা গেছে।
এদিকে নির্ধারিত সময় অক্টোবরে বিসিবির নির্বাচন না হওয়ার গুঞ্জন উড়ছে ক্রিকেটাঙ্গনে। ধারণা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল একটি এডহক কমিটি গঠন করে কাজ চালিয়ে যাবেন। নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর বিসিবি নির্বাচন হবে।
যদিও এমন ভাবনার বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে ক্লাব সংগঠকরা। তারা বিসিবিতে এডহক কমিটি চায় না। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করছেন তারা।
ধারণা করা হচ্ছে, ক্লাব কর্তাদের রোববারের সভায় বিসিবি নির্বাচনী প্রক্রিয়া চালুর দাবি তোলা হবে। নির্বাচনী তফসিল ঘোষণা, কাউন্সিলরদের তালিকা প্রকাশসহ নির্বাচনের সম্ভাব্য সময় সূচির দাবিও তুলতে পারেন ক্লাবকর্তারা।