বিপিএলে বকেয়া আদায়ে ফ্র্যাঞ্চাইজি গুলোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে বিসিবি

- আপডেট সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৬৮ বার পড়া হয়েছে
ক্রিকেটে পাপন যুগে বিপিএলে এখনো বকেয়া পড়ে আছে অনেক টাকা। সময় এবং বছর গড়াচ্ছে কিন্তু বকেয়া পরিশোধের কোন নাম গন্ধ নেই। এ যেন এক অভিবাবক হীন বিপিএল। তাদের বিরুদ্ধে কোন একশান নিতে দেখা যায় না। যদিও কখনা সখনো বড় শব্দ শোনা যায় টাকা আদায়ের ব্যাপারে। কিন্তু তার কিছু হয়নি। ফারুকের পর এবার বিসিবি বসের দ্বায়িত্বে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি কি পারবেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বকেয়া আদায় করতে।
তবে আদায় হবে কি হবে না সে হিসাব না হয় পরে মিলানো যাবে,তার আগে একটি পদক্ষেপ তো নিতে হবে। সেটাই এবার করতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বকেয়া আদায়ে আইনি পদক্ষেপ গ্রহনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
তবে মাঠের ক্রিকেটের বাইরে আর্থিক দিক বিবেচনায়ও বেশ নড়বড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার কারণে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে এখনও বড় অঙ্কের অর্থ বকেয়া আছে বিসিবির। দীর্ঘ সময় বকেয়া না পেয়েই আইনি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এমনটাই জানালেন।
তিনি বলেন, ‘আমাদের একটা রিভিউ এবং আলোচনা হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টারস অব বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট কয়েকটি বিপিএল হয়েছে, সেখানে আমাদের একটা লিস্ট হয়েছে। যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম বা স্পন্সর, এরা ক্রিকেট বোর্ডকে যেভাবে স্পনসর করেছে ও পেমেন্ট বাকি আছে সেসবের তালিকা আছে। ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি সেসবের একটা ডিফল্ট তালিকা করা হচ্ছে।’
আইনি প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে মিঠু আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমরা আগে থেকেই কিছু টিমের সঙ্গে আমাদের আরবিট্রেশন প্রসিডিউর ছিল, যে ক্লজ ভায়োলেশন (চুক্তির নিয়ম ভঙ্গ) হয়েছে তা নিয়ে। সেটাকে আমরা কন্টিনিউ করব এবং এটাকে আরও এক্সপেডাইট (দ্রুত) করা হবে।’