ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ.কোরিয়ার সঙ্গে আজ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ ছন্দে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুুর্ধ্ব -২০ এশিয়া কাপ ফুটবলের কোয়ালিফাই রাউন্ডের গ্রুপ পর্বে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ২৯ ধাপ এগিয়ে থাকা লাওসকে ৩-১ গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে গোলের অষ্টব্যঞ্জন করেছেন সাগরিকাররা। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছেন সাগরিকা-তৃষ্ণারা। এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ নারী দল। আর এ কাজটি করতে পারলেই সিনিয়র দলের মতো বয়সভিত্তিক এই দলটিও একটি নতুন ইতিহাস রচনা করবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সাগরিকারা কি পারবেন গোলের খাতা মেলে ধরতে? এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটি বিশ্বকাপ খেলুড়ে দল। শুধু তাই নয়, জার্মানির মতো দলকে পরাজিত করেছিলো। স্থান করে নিয়েছিল বিশ্বকাপের শেষ ষোলতেও। এছাড়া গ্রুপ পর্বে এখনো পর্যন্ত টানা জয়ের মধ্যেই রয়েছে কোরিয়ানরা। তাই কাগজে কলমে দলটি এইচ গ্রুপের অঘোষিত সেরা দল।

এরপরেও বাংলাদেশের সামনে সম্ভাবনা উকি মারছে। যে লাওসকে বাংলাদেশ ৩-১ গোলে বিদ্ধ করেছিলো তাদের বিপক্ষে কোরিয়ানদের জয় তুলতে গিয়ে ঘাম ঝরে যায়। প্রায় চুরাশি মিনিটের সময়ে পাওয়া একমাত্র গোলে লাওসকে পরাজিত করতে পেরেছে দক্ষিণ কোরিয়া। আর সেখানেই বড় সম্ভাবনা দেখতে পারছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তার মানে বাংলাদেশ তার স্বাবাভিক খেলাটি খেলতে পারলে দক্ষিণ কোরিয়াকেও বধ করে দিতে পারে। তবে এই ম্যাচে অন্তত ড্র করলেও বাংলাদেশের মেয়েরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে বাংলাদেশ দল গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে সবার উপরে স্থান করে নিয়েছে। তাই একটি ড্রই পূরণ করতে পারে বাংলাদেশের মেয়েদের কাঙ্খিত স্বপ্ন।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ.কোরিয়ার সঙ্গে আজ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বেশ ছন্দে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুুর্ধ্ব -২০ এশিয়া কাপ ফুটবলের কোয়ালিফাই রাউন্ডের গ্রুপ পর্বে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ২৯ ধাপ এগিয়ে থাকা লাওসকে ৩-১ গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে গোলের অষ্টব্যঞ্জন করেছেন সাগরিকাররা। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছেন সাগরিকা-তৃষ্ণারা। এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ নারী দল। আর এ কাজটি করতে পারলেই সিনিয়র দলের মতো বয়সভিত্তিক এই দলটিও একটি নতুন ইতিহাস রচনা করবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সাগরিকারা কি পারবেন গোলের খাতা মেলে ধরতে? এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটি বিশ্বকাপ খেলুড়ে দল। শুধু তাই নয়, জার্মানির মতো দলকে পরাজিত করেছিলো। স্থান করে নিয়েছিল বিশ্বকাপের শেষ ষোলতেও। এছাড়া গ্রুপ পর্বে এখনো পর্যন্ত টানা জয়ের মধ্যেই রয়েছে কোরিয়ানরা। তাই কাগজে কলমে দলটি এইচ গ্রুপের অঘোষিত সেরা দল।

এরপরেও বাংলাদেশের সামনে সম্ভাবনা উকি মারছে। যে লাওসকে বাংলাদেশ ৩-১ গোলে বিদ্ধ করেছিলো তাদের বিপক্ষে কোরিয়ানদের জয় তুলতে গিয়ে ঘাম ঝরে যায়। প্রায় চুরাশি মিনিটের সময়ে পাওয়া একমাত্র গোলে লাওসকে পরাজিত করতে পেরেছে দক্ষিণ কোরিয়া। আর সেখানেই বড় সম্ভাবনা দেখতে পারছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তার মানে বাংলাদেশ তার স্বাবাভিক খেলাটি খেলতে পারলে দক্ষিণ কোরিয়াকেও বধ করে দিতে পারে। তবে এই ম্যাচে অন্তত ড্র করলেও বাংলাদেশের মেয়েরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে বাংলাদেশ দল গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে সবার উপরে স্থান করে নিয়েছে। তাই একটি ড্রই পূরণ করতে পারে বাংলাদেশের মেয়েদের কাঙ্খিত স্বপ্ন।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ।