মঙ্গলবার বিকেল ৫টায় জুলাই ঘোষনাপত্র পাঠ করবেন ড.মুহাম্মদ ইউনুস, থাকছে সংস্কৃতি অনুষ্ঠান

- আপডেট সময় : ০৭:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৯৮ বার পড়া হয়েছে
সব প্রস্তুত। অপেক্ষা জুলাই ঘোষনাপত্র পাঠ করার। আগামীকাল মঙ্গলবার ৫ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় জুলাই ঘোষনাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যা কিনা বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ তথ্য জানান।
ঐতিহাসিক এই জুলাই ঘোষনাপত্র ঘোষনা অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতি থাকবে বলে জানা যায়।
পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার।