প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

- আপডেট সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
বলিউডের পর্দা কাঁপিয়েছেন দীর্ঘদিন ধরে। কিংখান হিসেবে পরিচিতি লাভ করেছেন। শাহরুখ খান মানেই ভারতীয় চলচ্চিত্র জগতের রাজা হিসেবে খ্যাতি রয়েছে তার। লম্বা সময় বলিউডের পর্দা কাপালেও কোন জাতীয় পুরস্কার জুটেনি এতোদিন। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মিললো কাঙ্খিত সেই জাতীয় পুরস্কার। দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’ -এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি ভক্তের মাঝে, যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে।
‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা থাকলেও, সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা অর্থাৎ জাতীয় পুরস্কার ছিল অধরা। অবশেষে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয় সেই শূন্যতা পূরণ করল।
সিনেমাটিতে অ্যাকশন, রোম্যান্স এবং ড্রামার এক দুর্দান্ত মিশ্রণ ঘটিয়ে শাহরুখ নিজেকে নতুন করে প্রমাণ করেছেন, যা শুধু বক্স অফিসেই বিশাল সাফল্য আনেনি, সমালোচকদেরও মন জয় করেছে।
আন্তর্জাতিক অঙ্গনেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তার অনস্বীকার্য অভিনয় দক্ষতা, অনন্য ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনা তাকে বছরের পর বছর ধরে দর্শকদের পছন্দের শীর্ষে রেখেছে।
এছাড়াও, ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ এবং ‘লিজিয়ন অব অনার’-এর মতো সম্মাননা প্রদান করেছে যা বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় পুরস্কার প্রাপ্তি শাহরুখ খানের বর্ণিল ক্যারিয়ারে এক নতুন পালক যোগ করল। এটি শুধুমাত্র তার একক সাফল্য নয়, বরং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তদের দীর্ঘদিনের ভালোবাসারই প্রতিফলন।