২৯ জুলাই জানা যাবে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের ফিকশ্চার,চার নম্বর পটে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
আগামী বছর ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া অনুষ্টিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশ প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। প্রথম সুযোগটাকে কাজে লাগাতে নানা পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা বারোটি দলের চারটি পট চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ রয়েছে চার নম্বর পটে। এই পটে রয়েছে বাংলাদেশ,ভারত ও ইরান। একই পটে থাকায় দলগুলো গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হতে পারছে না। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে একটি গ্রুপ তৈরি করা হবে। এখন বাংলাদেশ কোন গ্রুপে সেটা জানা যাবে আরও কিছুদিন পর। অর্থাৎ ফিকশ্চার চূড়ান্ত হবার পর। আগামী ২৯ জুলাই সিডনিতে এই ১২ দলের গ্রুপ পর্বের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রয়েছে পট ৪-এ। ফলে গ্রুপ পর্বে ভারত বা ইরানের মুখোমুখি হবে না বাংলাদেশ। পট ১ ও পট ২-এর প্রতিটি দলই শক্তিশালী। যে কোনো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে পট ২ থেকে ভিয়েতনাম যারা র্যাংকিংয়ে ৩৭তম স্থানে রয়েছে। এই পটের অপর দুই দল চীন র্যাংকিংয়ে ১৭তম ও দক্ষিণ কোরিয়ার ২১তম স্থানে রয়েছে।
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে পট ৩-এর দলের বিপক্ষে। পট ৩-এর দলগুলোর র্যাংকিং ৪১ থেকে ৫১-এর মধ্যে, যেখানে বাংলাদেশ বাছাই পর্বে মিয়ানমারকে (র্যাংকিং ৫৫তম) হারিয়েছে। সেই অভিজ্ঞতা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সম্ভাবনার আভাস দিচ্ছে। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার দ্বার খুলে দিতে পারে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা দুটি তৃতীয় স্থানধারী দল পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে জায়গা করে নিতে পারলে বাংলাদেশের সামনে উন্মুক্ত হতে পারে নারী বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় মঞ্চে খেলার সুযোগ।
পটসমূহ:
পট ১: অস্ট্রেলিয়া (আয়োজক), জাপান, উত্তর কোরিয়া
পট ২: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম
পট ৩: ফিলিপাইন, চাইনিজ তাইপে, উজবেকিস্তান
পট ৪: বাংলাদেশ, ভারত, ইরান