ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মির্জা ফখরুলের প্রিয় খেলোয়াড় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠে কবে গিয়ে খেলা দেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম! জানা নেই কারো। রাজনীতিতে গত সতেরটা বছর কেটে গেছে জেল,জুলুম সইতে সইতে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কিছুটা হলেও স্বস্তিতে আছেন দেশের রাজনীতিবিদরা। সেই আয়েশ থেকেই মির্জা ফখরুল ছুটে গেলেন মাঠে গিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দেখতে। সংক্ষিপ্ত ভার্সনের খেলা বেশি সময়ও লাগে না। তাই ব্যস্ত জীবন থেকে বের করে নিয়েছেন ক্রিকেট খেলা দেখার সময়টা। ম্যাচ শেষ করেই বের হয়ে যান মির্জা ফখরুল।

তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল। ক্রিকেটে মাঠে জানতে চাওয়া হয়েছিলো তার প্রিয় খেলোয়াড়ের নাম। সোজা সাপটা উত্তর দিলেন  মুশফিকুর রহিম।

ব্রডকাস্টার চ্যানেল টি-স্পোর্টসেরে আরেকটি প্রশ্ন ছিলো সাকিব আল হাসানকে ঘিরে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না?

এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

এদিন মাঠে খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান। এমন দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুলের প্রিয় খেলোয়াড় মুশফিক

আপডেট সময় : ১২:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মাঠে কবে গিয়ে খেলা দেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম! জানা নেই কারো। রাজনীতিতে গত সতেরটা বছর কেটে গেছে জেল,জুলুম সইতে সইতে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কিছুটা হলেও স্বস্তিতে আছেন দেশের রাজনীতিবিদরা। সেই আয়েশ থেকেই মির্জা ফখরুল ছুটে গেলেন মাঠে গিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দেখতে। সংক্ষিপ্ত ভার্সনের খেলা বেশি সময়ও লাগে না। তাই ব্যস্ত জীবন থেকে বের করে নিয়েছেন ক্রিকেট খেলা দেখার সময়টা। ম্যাচ শেষ করেই বের হয়ে যান মির্জা ফখরুল।

তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল। ক্রিকেটে মাঠে জানতে চাওয়া হয়েছিলো তার প্রিয় খেলোয়াড়ের নাম। সোজা সাপটা উত্তর দিলেন  মুশফিকুর রহিম।

ব্রডকাস্টার চ্যানেল টি-স্পোর্টসেরে আরেকটি প্রশ্ন ছিলো সাকিব আল হাসানকে ঘিরে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না?

এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

এদিন মাঠে খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান। এমন দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।