২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম , ক্রয়ের সময় ও নিয়ম

- আপডেট সময় : ০৮:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৯৪ বার পড়া হয়েছে
ফিফা ক্লাব বিশ্বকাপের পর ২০২৬ সালে আরও একটি মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ফুটবলের এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এবার তাদের সঙ্গে যুক্ত হবে কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে ৪৮টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। ফুটবলভক্তদের আগ্রহের তুঙ্গে থাকা এই আসরে টিকিট প্রাপ্তির বিস্তারিত তথ্য আগেভাগেই প্রকাশ করেছে ফিফা।
মাঠে বসে সরাসরি খেলা দেখতে ইচ্ছুক সমর্থকরা আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন করতে পারবেন। যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে। এক্ষেত্রে ফিফার পরামর্শ– নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটই ব্যবহার করতে হবে। থার্ড পার্টির কোনো ওয়েবসাইট থেকে কিনলে অবৈধ হতে পারে টিকিট।
ফিফার আশা– ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি থাকবে। মাঠে বসে সরাসরি খেলার সাক্ষী হতে ফুটবলপ্রেমীরা যেন প্রস্তুতি নিতে পারেন, সেলক্ষ্যে ১১ মাস আগেই নিয়মকানুন জানিয়ে দিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের অবিশ্বাস্য সাফল্যের পর ২০২৬ বিশ্বকাপ নিয়েও রোমাঞ্চনা নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা সকল সমর্থককে উৎসাহিত করছি তারা যেন বহুল কাঙ্ক্ষিত ও লোভনীয় আসন অর্জনের জন্য প্রস্তুত হন।’
২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য, ক্রয়ের সময় ও নিয়ম– যা জানা দরকার
টিকিট ক্রয়ের জন্য নিবন্ধনের ঠিকানা : fifa.com/tickets (ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি থাকা আবশ্যক)
টিকিট ক্রয়ের সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৯ জুলাই ২০২৬ (সরাসরি ক্রয়ের সুযোগ নেই। প্রথম ধাপ শেষে আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে)
টিকিট ক্রয়ই অবশ্য মাঠে বসে খেলা দেখার জন্য যথেষ্ট হবে না। তার আগে বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে যাওয়া সমর্থকদের প্রবেশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সঙ্গে রাখতে হবে সেসব কাগজপত্র।
উদ্বোধনী ম্যাচ : ক্যাটাগরি ভিত্তিক ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (৪২ হাজার ৮২০ টাকা থেকে ৮৫ হাজার ৬০০ টাকা)
গ্রুপ পর্ব ও শেষ বত্রিশ পর্ব : ৮২ ডলার থেকে ২৫৯ ডলার (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা)
শেষ ষোলো পর্ব : ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)
কোয়ার্টার ফাইনাল : ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)
সেমিফাইনাল : ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)
ফাইনাল : ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)
Explore the Full List of Football Stadiums for the 2026 FIFA World Cup in United States, Mexico and Canada | ArchDaily
৩ দেশের ১৬ শহরের ১৬ ভেন্যুতে হবে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ
ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের টিকিট
যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজ : একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ—সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)।
যুক্তরাষ্ট্র চার ম্যাচের সিরিজ প্যাকেজ : একাধিক ভেন্যুতে ৪টি গ্রুপ পর্বের ম্যাচ—সর্বনিম্ন দাম ৫ হাজার ৩০০ ডলার (৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)।
ফলো মাই টিম (নিজ দলের ম্যাচ) সিরিজ প্যাকেজ : নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল ছাড়া)—সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।