শুটিং কোচ থেকে রত্নার পদত্যাগ
- আপডেট সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে
সাবেক তারকা শুটার শারমিন আক্তার রত্না শুটিং ফেডারেশনের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। ১৬ জুলাই ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর তিনি পদত্যাগপত্র দেন। চিঠিতে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন।
শারমিন আক্তার রত্না এক যুগের বেশি সময় শুটিং করেছেন। ২০১০ সালে এসএ গেমসে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছেন। কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপেও তার স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে। আনুষ্ঠানিকভাবে শুটিং রেঞ্জ থেকে অবসর নেয়ার আগেই ২০২২ সালে কোচ হিসেবে যাত্রা শুরু করেন।
জাতীয় শুটিং দলের সহকারী কোচ ও সহকারী ক্যাম্প কমান্ডার হিসেবে তিনি গত তিন বছর কাজ করছিলেন। ১৬ জুলাই শুটিং ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা হওয়ার দিনই তিনি পদত্যাগ করেন। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও ফেডারেশনের নতুন কমিটিতে একজন বিতর্কিত কর্মকর্তার জন্যই মূলত শুটিং ফেডারেশনের দায়িত্ব থেকে তার সরে আসা বলে ধারণা সংশ্লিষ্ট অনেকের।
শারমিন রত্না ক্রীড়াঙ্গনে প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে পরিচিত। শুটিং ছাড়াও ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের অধিকার-সাম্যতা নিয়ে বলিষ্ঠ অবস্থান তার।






















